খেলা ডেস্ক
জনতার বাণী,
ওয়ারশো: টানা
দ্বিতীয়বারের মত
ইউরোপা লিগের শিরোপা
জিতে নিয়েছে
সেভিয়া। বুধবার রাতে
ওয়ারশো স্টেডিয়ামে
তারা দিনপ্রোকে ৩-২
গোলে হারিয়ে এই
শিরোপা উৎসবে মাতে।
সেভিয়ার হয়ে স্টেডিয়ন
নারোদোয়ে কার্লোস
বাক্কা জোড়া গোল এবং
অন্য গোলটি করেন
গারর্জোজ কারচোউইক।
দিনপ্রোর পক্ষে দুটি
গোল করেন নিকোলা
কালিনিচি ও রুসলান
রোতান।
সেভিয়া সর্বশেষ ২০০৬ ও
২০০৭ সালে টানা দুবার এ
আসরের শিরোপা
জিতেছিল। আর ২০১৪
সালে দলটি ফাইনালে
বেনফিকার বিপক্ষে
ট্রাইবেকারে জয়
পেয়েছিল।
ইউক্রেনিয়ার ক্লাব
দিনপ্রো প্রথমবারের মত
ইউরোপা লিগের
ফাইনালে ওঠে। আর এ
ম্যাচে দলটি ম্যাচের
শুরুতেই লিড নিয়ে
শিরোপার স্বপ্নও দেখে।
খেলার সাত মিনিটে
লিতে নাসচিমেন্তো
ম্যাথিয়াসে
অ্যাসিস্ট থেকে
নিকোলা কালিনিচি
প্রথম গোলটি করেন।
তবে ম্যাচের ২৮ মিনিটে
বাক্কার সহায়তায়
কারচোউইক গোল করলে
সমতায় ফেরে সেভিয়া।
কিন্তু মাত্র তিন
মিনিটের ব্যবধানে
স্প্যানিশ ক্লাবটির
হয়ে ২-১ এ লিড নেন
বাক্কা।
ম্যাচের প্রথমার্ধের
নির্ধারিত সময়ের এক
মিনিট আগে দিনপ্রোর
অধিনায়ক রুসলান রোতান
অসাধারণ এক ফ্রি-কিকে
গোল করলে ২-২ সমতা
থেকে বিরতিতে যায়
দুদল।
বিরতির পর আক্রমণের ধার
বাড়ে এ আসরের সবচেয়ে
বেশি শিরোপা জয়ী
সেভিয়ার। ৭৩ মিনিটে
ভিতোলোর অ্যাসিস্ট
থেকে বাক্কা নিজের
জোড়া গোল পূর্ণ করলে
৩-১ এ লিড নেয় সেভিয়া।
খেলার বাকি সময়
দিনপ্রো ম্যাচে
ফিরতে আরো কয়েকটি
আক্রমণে গেলেও তা
থেকে গোল আদায় করতে
পারেনি। আর রেফারি
শেষ বাঁশি বাজালে
নিজেদের চতুর্থ
শিরোপা জয় উদযাপন করে
সেভিয়া।
