খেলা ডেস্ক
জনতার বাণী
লন্ডন: আবার এক ওভারে ছয়
ছক্কার মার দেখলো
ক্রিকেট বিশ্ব।
ইংল্যান্ডের ঘরোয়া
ক্রিকেটে নতুন নজির
গড়েছেন অ্যালেক্স হেলস।
৬ বলে ৬টি ছক্কা মারেন
তিনি।
শুক্রবার ছিল ইংল্যান্ডের
ঘরোয়া টি-টোয়েন্টি
টুর্নামেন্টের প্রথম দিন৷
ওয়ারউইকশায়ার বনাম
নটিংহামশায়ার ম্যাচে এই
কাণ্ড ঘটিয়েছেন হেলস।
নটিংহামশায়ারের হয়ে
ব্যাট করছিলেন তিনি।
প্রথমে ব্যাট করে
নটিংহামশায়ারের
সামনে জয়ের জন্য ১৪২
রানের লক্ষ্য রাখে
ওয়ারউইকশায়ার। রান
তাড়া করতে নেমে
ইনিংসের ১১তম ও ১২তম
ওভারে এই নজির গড়েন
হেলস। ১১তম ওভারে প্রথমে
বয়েড র্যা ঙ্কিংয়ের শেষ
তিন বলে ৬ মারেন তিনি।
পরের ওভারের দ্বিতীয়
বলে স্ট্রাইকে আসার পর
ফের ৩ বলে ৩ ছক্কা। এবার
জাভিদের বলে।
সব মিলিয়ে ৪৩ বলে ৮৬
করেছেন হেলস। ৬
মেরেছেন ৮টি।
নটিংহামশায়ার জয়ের জন্য
প্রয়োজনীয় রান তুলে নেয়
১৪.৩ ওভারে।