খেলা ডেস্ক
জনতার বাণী,
লাহোর: অবশেষে দীর্ঘ
প্রতীক্ষার অবসান হচ্ছে
শুক্রবার। ৬ বছর পর নিজেদের
মাটিতে কোনো
আন্তর্জাতিক ক্রিকেট
দলের বিপক্ষে মাঠে
নামছে পাকিস্তান।
জিম্বাবুয়ের বিপক্ষে
সিরিজের প্রথম টি-
টোয়েন্টিতে আজ মাঠে
নামবে তারা।
লাহোরের গাদ্দাফি
স্টেডিয়ামেই পাকিস্তান
ক্রিকেটে ‘অন্ধকার যুগ’ শুরু
হয়েছিল। ২০০৯ সালের ৩রা
মার্চ এই মাঠে খেলতে
যাওয়ার পথেই শ্রীলঙ্কার
ক্রিকেট দল সন্ত্রাসী
হামলার শিকার হয়।
হামলায় ৭ জন নিহত হলেও
লঙ্কান কোনো
খেলোয়াড়ের জীবন
যায়নি। এরপর পাকিস্তানে
কোনো আন্তর্জাতিক
ক্রিকেট দল সফর করেনি।
এবারও জিম্বাবুয়ের
পাকিস্তান সফর প্রায়
ভেঙে গিয়েছিল।
পাকিস্তান সফরের প্রায় সব
প্রস্তুতি সারার পর হঠাৎ
করাচিতে বাসে সন্ত্রাসী
হামলায় ৪৩জন নিহত হয়।
কিন্তু শেষ পর্যন্ত
জিম্বাবুয়েকে কঠোর
নিরাপত্তার প্রতিশ্রুতি
দিয়ে রাজি করায়
পাকিস্তান। যে মাঠে
পাকিস্তান ক্রিকেটের
‘অন্ধকার যুগ’ শুরু হয়েছিল
সেই মাঠেই ‘নবযুগের সূচনা’
হতে যাচ্ছে বাংলাদেশ
সময় রাত ৮টায়।
জিম্বাবুয়ের
খেলোয়াড়দের
নিরাপত্তার জন্য
পাকিস্তান সরকার তিন
বাহিনীর ৪০০০ সদস্য
দিয়েছে। কোনো ধরনের
দুর্ঘটনা থেকে সফরকারী
খেলোয়াড়দের রক্ষা করার
জন্য তারা সদা প্রস্তুত।
বৃহস্পতিবার লাহোরের
রাস্তার চিত্রটা ছিল যুদ্ধং
দেহী। জিম্বাবুয়ের
খেলোয়াড়দের অনুশীলনের
জন্য স্টেডিয়ামে যাওয়া-
আসার পথে ছিল নিশ্ছিদ্র
নিরাপত্তা। জিম্বাবুয়ের
খেলোয়াড়দের বহনকারী
গাড়ির ওপরে আকাশে
বিশেষ হেলিকপ্টার, দুই
পাশে, সামনে ও পেছনে
পুলিশের কঠোর
নিরাপত্তাবেষ্টনী।
গাড়ির পেছনে পেছনে ও
দুই পাশে পুলিশ সদস্যরা
দৌড়ে দৌড়ে
খেলোয়াড়দের
নিরাপত্তা দিতে সচেষ্ট
ছিল। রাস্তার দুই পাশে
ভারি অস্ত্র হাতে সতর্ক
প্রহরায় কালো পোশাক
পরা পাকিস্তানি পুলিশ।
