Home > খেলাধুলা > বার্সার গোলপোস্টের নিচে নতুন মুখ

বার্সার গোলপোস্টের নিচে নতুন মুখ

অফিসিয়াল ঘোষণা এখনও না আসলেও বার্সেলোনা ছেড়ে ক্লাউদিও ব্রাভোর ম্যানচেস্টার সিটিতে যোগ দেওয়া প্রায় নিশ্চিত। চিলিয়ান এই তারকার অভাব পূরণ করতে নতুন গোলরক্ষক দলে নিয়েছে বার্সা। এ জন্য দুইবারের মৌসুম সেরা আয়াক্স গোলরক্ষক জাসপার চিলিসেনকে দলে সুযোগ দিয়েছে কাতালান ক্লাবটি।

নেদারল্যান্ডস ক্লাব আয়াক্স ছেড়ে ১৩ মিলিয়ন ইউরোর বিনিময়ে বার্সায় নাম লিখিয়েছেন চিলিসেন। পারফরম্যান্স সম্পর্কিত বিজ্ঞাপনের জন্য পাবেন আরও দুই মিলিয়ন ইউরো। তার বাই আউট ক্লজ ধরা হয়েছে ৬০ মিলিয়ন ইউরো। মেডিকেল পরীক্ষা শেষে বার্সার সঙ্গে পাঁচ বছরের চুক্তিতে সই করেছেন চিলিসেন। আজ (বৃহস্পতিবার) সকালে বার্সেলোনায় পা রাখেন ২৭ বছর বয়সী গোলরক্ষক। নতুন ক্লাবে নামা লেখানোর পর শুক্রবার গনমাধ্যমের মুখোমুখি হওয়ার কথা রয়েছে তার।

বার্সেলোনার মতো ইউরোপ সেরা ক্লাবে যোগ দেওয়া যে কোনো ফুটবলারেরই স্বপ্ন থাকে। স্বপ্ন ছিল চিলিসেনেরও। সেই স্বপ্ন সত্যি হওয়ার কথা সামাজিক যোগাযোগ মাধ্যম টুইটারে প্রকাশ করে চিলিসেন জানান, ‘স্বপ্ন সত্যি হলো।’

২০১১ সালে এনইসি থেকে আমস্টারডামের ক্লাব আয়াক্সে যোগ দেন চিলিসেন। ক্লাবটির হয়ে ১০০টি ম্যাচে মাঠে নেমেছেন তিনি।

এবার চ্যাম্পিয়নস লিগের প্লে-অফে আয়াক্স বাদ পড়ায় নিজেই স্পেনে আসার কথা নিশ্চিত করেন চিলিসেন।

আপনার ওয়েবসাইট তৈরি করতে ক্লিক করুন........
Ads by জনতার বাণী

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

শিরোনামঃ