আগে আমি ঘরোয়া ক্রিকেটে ভালো পারফরম্যান্স করে নিজেকে প্রমাণ করতে চাই। বাংলাদেশে ৩০ পার হওয়ার পরবর্তী সময়টি ক্রিকেটারদের জন্য খুবই কঠিন। সুতরাং, বিষয়টি আমার জন্যও চ্যালেঞ্জিং হবে। আমি লম্বা সময় পর ক্রিকেটে ফিরব। বাংলাদেশে আগে কোনও ক্রিকেটারের ক্ষেত্রে এমনটি ঘটেনি। আমি চ্যালেঞ্জ নিচ্ছি। আমি আরও দশ বছর খেলতে চাই, ৪২ বছর বয়সে মিসবাহ যেমনটি করছেন।
সদ্য নিষেধাজ্ঞা থেকে মুক্তি পাাওয়া বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক মোহাম্মদ আশরাফুল এসব কথা বলেছেন।
তিনি আরও বলেছেন, আমি সম্প্রতি তামিমের একটি সাক্ষাৎকার দেখেছি। সেখানে সে বলেছে, তারা আমার ফেরার জন্য অপেক্ষা করছে। আমি মনে করি না যে, আমার অনেক সমস্যা আছে। আমি যা করেছিলাম তা স্বীকার করেছি। আমি কখনও কোনও ক্রিকেটারের মনে কষ্ট দেইনি।
প্রসঙ্গত, এখনই আন্তর্জাতিক ক্রিকেট ও ফ্রাঞ্চাইজি ভিত্তিক ক্রিকেট খেলতে পারবেন না তিনি। এজন্য তাকে আরও দুই বছর অপক্ষা করতে হবে। তবে, আপাতত ঘরোয়া ক্রিকেট চালিয়ে যেতে পারবেন তিনি। ২০১৩ সালে বিপিএলে ম্যাচ ফিক্সিংয়ের দায় স্বীকার করায় ৮ বছর নিষিদ্ধ হন আশরাফুল। পরে রায়ের বিপক্ষে আপিল করলে শাস্তির মেয়াদ তিন বছর কমিয়ে আনা হয়।