কোপা দে রেতে দুর্বল কাদিসকে হারিয়েও টুর্নামেন্ট থেকে বাদ পড়ার ঝুঁকিতে আছে রিয়াল মাদ্রিদ। শেষ বত্রিশের প্রথম লেগের এই ম্যাচে ‘অযোগ্য’ এক খেলোয়াড়কে খেলিয়ে এই বিপদে পড়েছে রাফায়েল বেনিতেসের দল।বুধবার রাতে স্পেনের ফুটবলের তৃতীয় সারির দল কাদিসের মাঠে ৩-১ গোলে জিতে রিয়াল। অতিথিদের এগিয়ে দেওয়া রুশ ফুটবলার দেনিস চেরিশেভ আগের ম্যাচগুলোয় তিন হলুদ কার্ড পাওয়ায় এই ম্যাচে খেলার যোগ্য ছিলেন না বলে জানিয়েছে স্প্যানিশ গণমাধ্যমগুলো। তার এক ম্যাচ নিষিদ্ধ থাকার কথা ছিল।গত মৌসুমে ভিয়ারিয়ারের হয়ে ধারে খেলার সময় টুর্নামেন্টে তিন ম্যাচে হলুদ কার্ড দেখেছিলেন চেরিশেভ। এরপর এ ম্যাচেই তার নিষেধাজ্ঞা কার্যকর হওয়ার কথা।বিরতির কিছু পরই চেরিশেভকে মাঠ থেকে তুলে নেওয়া হয়। দ্বিতীয়ার্ধে জোড়া গোলে কোপা দেল রেতে ১৯ বারের চ্যাম্পিয়ন রিয়ালের জয় নিশ্চিত করেন ইসকো। তবে ম্যাচ শেষে তাদের টুর্নামেন্ট থেকে বাদ পড়ার শঙ্কাতেই থাকতে হচ্ছে।কাদিস এখন স্প্যানিশ ফুটবল ফেডারেশনে তাদের আপত্তির কথা জানাবে।আগের ম্যাচে ভিয়ানোভেন্সকে ৬-১ গোলে উড়িয়ে কোপা দেল রের শেষ ষোলোতে উঠে গত বারের চ্যাম্পিয়ন বার্সেলোনা।
