টানা চার ম্যাচ হারের পর অবশেষে জয়ের মুখ
দেখলো সিলেট সুপার স্টারস। চট্টগ্রামের জহুর
আহমেদ চৌধুরী স্টেডিয়ামে তারা চার
উইকেটে হারিয়েছে কুমিল্লা
ভিক্টোরিয়ান্সকে। এর আগে তারা প্রথম দুটি
ম্যাচ হারে মাত্র এক রানের জন্য। পরে ছয় ও
৩৪ রানে হারে আরো দুটি ম্যাচ।
সোমবার ম্যাচে আগে ব্যাটিংয়ে নেমে ১৬৫
রান করে কুমিল্লা। লিটন কুমার দাস, ইমরুল
কায়েস ও আসহার জাঈদির ব্যাটে চড়ে এ রান
করে তারা। লিটন ও ইমরুল চল্লিশের ঘরে আউট
হলেও হাফ সেঞ্চুরি করেন আসহার।
কুমিল্লার পতন হওয়া পাঁচ উইকেটের চারটিই
নিয়েছেন রবি বোপারা। বাকি একটি
উইকেটের পতন হয় রানআউটের মাধ্যমে।
কুমিল্লা এই রান করার পর সিলেটের পক্ষে
বাজি ধরার লোক কমে গিয়েছিলো
নিশ্চিতভাবেই। বিশেষ করে তাদের বিপিএল
রেকর্ড দিচ্ছিলো না ভালো কিছুর আভাস।
ওপেনিংয়ে ৫.২ ওভারে ৩২ রানের জুটি গড়েন
মুমিনুল হক ও দিলশান মুনাবিরা। এই জুটির রান
তোলার গতি সিলেট সমর্থকদের মনে ঢুকিয়ে
দিয়েছিলো আরো একটি হারের শঙ্কা। কিন্তু
মুশফিক ও রবি বোপারা উইকেটে নেমেই
ম্যাচের পরিস্থিতি বদলে দিতে থাকেন।
তৃতীয় উইকেটে ৯.৩ ওভারে তারা ৮৭ রান
তুলেন। কুমিল্লার নিয়ন্ত্রণ থেকে ম্যাচ বের
হয়ে যায় তখনই। তারপরও নাটকীয়তা ছিলো।
মুশফিক ও বোপারা ম্যাচ শেষ না করেই আউট
হয়ে যান। শেষ ওভারে সিলেটের লক্ষ্য
দাঁড়ায় চার রান। মাশরাফি বল তুলে দেন
বাঁহাতি পেসার আবু হায়দার রনির হাতে।
প্রথম বলে এক রান দেন রনি। পরের দুই বলে
রবি বোপারা ও শেহান জয়সুরিয়াকে আউট
করে জাগিয়ে তুলেন হ্যাটট্রিকের সম্ভাবনা।
কিন্তু শেষ পর্যন্ত তা হয়নি। চতুর্থ বলে ছয়
মেরে দলের জয় নিশ্চিত করেন নাজমুল
হোসেন মিলন।
