খেলা ডেক্স
জনতার বাণী,
লিমা: পেরুর একটি ফুটবল
ম্যাচে মাত্র পাঁচ
মিনিটের ব্যবধানে কোচসহ
পাঁচজনকে লাল কার্ড
দেখিয়েছেন এক রেফারি।
এ নিয়ে দেশটিতে
আলোচনা-সমালোচনার ঝড়
বয়ে যাচ্ছে।
লিগ ম্যাচে রবিবার
মুখোমুখি হয়েছিল
আলিঞ্জা লিমা ও রিয়েল
গ্রাসিলাসো। খেলার ৫৫
মিনিটে জুয়া লজোসের
গোলে এগিয়ে যায়
গ্রাসিলাসো।
এরপর তীব্র উত্তেজনার
ম্যাচের লাল কার্ডের
ঘটনা ঘটে খেলা ৮৬ থেকে
৯০- এই পাঁচ মিনিটে। এই
সময়ে পেরুর রেফারি র্যামন
ব্যালানকো আলিঞ্জা
লিমার চারজন খেলোয়াড়
ও কোচকে লাল কার্ড
দেখান।
এ নিয়ে খেলার মাঠে
সংঘর্ষ শুরু হয়ে যায়। মাঠে
পুলিশ পর্যন্ত আতে বাধ্য হন।
পরে তারা পাহারা দিয়ে
র্যামনকে নিয়ে মাঠ
ছাড়েন।
লাল কার্ড উৎসবের শুরুটা ৮৬
মিনিটে। মিড-ফিল্ডার
গ্রাবিয়েল কস্তা অবৈধ
ট্যাকল করলে তাকে লাল
কার্ড দেখান রেফারি
র্যামন। সেটির প্রতিবাদ
করতে ছুঁটে এসে কার্ড খান
কোচ গুইলারমো
স্যানগুইনেটিস।
