শুক্রবার অনুষ্ঠিত হয়েছে বিপিএলের তৃতীয় আসরের জমকালো উদ্বোধনী অনুষ্ঠান। রোববার থেকে মাঠে গড়াচ্ছে এই আসর। এই টুর্নামেন্টের সম্প্রচার স্বত্ত্ব বাংলাদেশের বেসরকারি টেলিভিশন চ্যানেল নাইন এর। তাদের কাছ থেকে বিভিন্ন অঞ্চলের টেলিভিশন সম্প্রচার স্বত্ত্ব কিনেছে। এইটেলিভিশনগুলোতে প্রতিদিন দুটি করে ম্যাচ সম্প্রচার করা হবে। সব মিলিয়ে ৩৪টি ম্যাচ সরসরি সম্প্রচার করবে বিভিন্ন দেশের চ্যানেলগুলো। বিশ্বের বিভিন্ন অঞ্চলের যে চ্যানেলগুলো বিপিএলের তৃতীয় আসরের ম্যাচগুলো সরাসরি সম্প্রচার করবে।বাংলাদেশের চ্যানেল নাইন। পাকিস্তানের জিও সুপার। ভারতের স্টার স্পোর্টস, নিও স্পোর্টস, নিও প্রাইম। শ্রীলঙ্কার এমটিভি, এমটিভি স্পোর্টস ও স্টার ক্রিকেট। পাপুয়া নিউগিনির এমটিভি, এমটিভি স্পোর্টস ও স্টার ক্রিকেট। দক্ষিণ এশিয়ার এমটিভি, এমটিভি স্পোর্টস ও স্টার ক্রিকেট। হংকংয়ের এমটিভি,এমটিভি স্পোর্টস ও স্টার ক্রিকেট। ইংল্যান্ডের চ্যানেল নাইন ইউকে। আয়ারল্যান্ডের চ্যানেল নাইন ইউকে। স্কটল্যান্ডের চ্যানেল নাইন ইউকে। ওয়েলসের চ্যানেল নাইন ইউকে। মধ্যপ্রাচ্যের বিইআইএন। ওয়েস্ট ইন্ডিজের স্পোর্টস ম্যাক্স।
