ভারতীয় ক্রিকেট বোর্ড একটি প্রস্তাব
দিয়েছে পাকিস্তানকে। না, তারা সংযুক্ত
আরব আমিরাতে দ্বিজাতি ক্রিকেট খেলতে
রাজি না। তবে ডিসেম্বরেই ভারতের
মাটিতে তারা পাকিস্তানকে নিয়ে একটি
দ্বিজাতি ক্রিকেট সিরিজ আয়োজন করতে
রাজি। যে সিরিজের আয় সমানভাগে ভাগ
হবে দুই দলের মধ্যে। কিন্তু পাকিস্তানের টি-
টোয়েন্টি অধিনায়ক শহিদ আফ্রিদি
বলেছেন, এ ব্যাপারে ভারতের কাছ থেকে
সবকিছু লিখিতভাবে চায় তারা।
লিখিতভাবে পেলেই কেবল ভারতে খেলতে
যেতে পারে পাকিস্তান।
“আমরা ভারতে গিয়ে খেলতে পারি। কিন্তু
আমি সমর্থন জানাই পিসিবি চেয়ারম্যান
শাহরিয়ার খানকে। তিনি বলেছেন, সবকিছুর
ব্যাপারে আগে ভারতের কাছ থেকে লিখিত
নিশ্চয়তা চাই-” বলেছেন আফ্রিদি।
আফ্রিদি তাদের শেষ ভারত সফরের প্রসঙ্গ
টেনে বলেছেন, “মনে আছে ২০১২-১৩ সালে
আমরা শেষবার ভারত সফরে গিয়েছিলাম।
তখন তারা কোটি কোটি রূপি কামালেও
আমরা কিছুই পাইনি। কিন্তু এবার ভারতে
সিরিজ হলে এবং ভারতীয় বোর্ড লিখে দেয়
যে আয়ের ভাগ দেবে পাকিস্তানকে তাহলে
এটা হতে পারে।”
আফ্রিদি বলেছেন, ভারত ও পাকিস্তানের
ক্রিকেট সম্পর্ক ভালো হওয়া উচিৎ।
পাকিস্তান ক্রিকেট বোর্ড ডিসেম্বরে
সিরিজ আয়োজনের সব চেষ্টাই করেছে।
কিন্তু ভারতীয়রা বিষয়টি বিলম্বিত করেছে।
আফ্রিদি বলেছেন এমনটাই।