বৃহস্পতিবার ওল্ড ট্রাফোর্ডে ওয়েস্ট ইন্ডিজের প্রস্তুতি ম্যাচের দ্বিতীয় দিনে ১১ বলের ব্যবধানে ৫ উইকেট নিয়েছেন বাঁহাতি পেসার রেমন রেইফার। তাতে জ্যাসন হোল্ডারের একাদশের বিপক্ষে নিয়ন্ত্রণ নিয়েছে ক্রেইগ ব্রেথওয়েটের একাদশ।
ব্রেথওয়েট একাদশের করা ২৭৫ রানের জবাবে ব্যাট করতে নেমে মধ্যাহ্ন বিরতি পর্যন্ত ২ উইকেট হারিয়ে ৯৫ রান তোলে হোল্ডার একাদশ। এরপর অল্প সময়ের ব্যবধানে ৫ উইকেট নিয়ে হোল্ডার শিবিরে ধ্বস নামান রেইফার। তাতে ১১১ রান তুলতেই হারিয়ে বসে ৭ উইকেট। শেষ পর্যন্ত ১৯৩ রানের বেশি করতে পারেনি হোল্ডার একাদশ। ৮২ রানের লিড পায় ব্রেথওয়েট একাদশ।
রেইফার একে একে ফেরান এনক্রুমা বোনার, জশুয়া ডি সিলভা, টেস্ট অধিনায়ক জ্যাসন হোল্ডার, শেইনি মোসেলে ও রাকিন কর্নওয়ালকে।
২০১৭ সালে ওয়েস্ট ইন্ডিজের হয়ে টেস্ট অভিষেক হওয়া রেইফার সাবেক অধিনায়ক ফ্লয়েডের কাজিন। যদিও তার বলে কেমার রোচ, শ্যানন গ্যাব্রিয়েল ও আলজারি যোসেফের মতো পেস কিংবা ছিড়ে-ফুড়ে ফেলার মতো ভাব নেই। তবে মধ্যাহ্ন বিরতির পর তিনিও বল হাতে মুগ্ধ করেছেন নির্বাচকদের। ৬০ রান দিয়ে ৫ উইকেট নিয়ে দিন শেষ করেছেন রেইফার।