বলিউডে সুশান্ত সিং রাজপুতের সর্বশেষ মুভি ছিল ‘ছিচোড়ে’। আর সেই মুভিতে দর্শকদের প্রতি এই অভিনেতার বার্তা ছিল, আত্মহত্যা কখনও শেষ সমাধান হতে পারে না। কিন্তু সেই বার্তাকে খোদ সুশান্ত মিথ্যে করে আত্মহত্যার পথ বেছে নিয়ে পাড়ি জমালেন পরপারে।
‘এমএস ধোনি-দ্য আনটোল্ড স্টোরি’-তে অভিনয় করে বর্ষসেরা অভিনেতার পুরস্কার পেয়েছেন। ক্রিকেটপাড়ায় ধোনির খুব কাছের একজন হয়ে উঠেছিলেন ৩৪ বছর বয়সী সুশান্ত। অভিনয় দক্ষতায়ও জায়গা করে নিয়েছেন সকল ক্রিকেটারদের মনেও। সেই মানুষটা মুম্বাইয়ের বান্দ্রায় নিজ বাসায় অকালে পাড়ি জমিয়ে দুঃখে ভাসিয়েছেন সবাইকে। ভারতীয় ক্রীড়াঙ্গনেও শোকের আবহ ছড়িয়ে পড়েছে।
ভারতীয় ক্রিকেট দলের অধিনায়ক বিরাট কোহলি সুশান্তের মৃত্যু নিয়ে এক বিবৃতিতে বলেন, ‘সুশান্ত সিং রাজপুতের মৃত্যুর খবর আমাকে আঘাত করেছে। তাঁর আত্মা শান্তিতে থাকুক। আর তাঁর পরিবারকে এই শোক কাটিয়ে ওঠার শক্তি দিক।’
আরেক ক্রিকেটার হার্দিক পান্ডিয়া বলেন, ‘হৃদয় ভেঙ্গে দেওয়া এক খবর। শান্তিতে থাকো সুশান্ত সিং রাজপুত। তাঁর সাথে বেশ কয়েকবার দেখা হয়েছে, প্রাণবন্ত এক মানুষ। আমার হৃদয় তাঁর জন্য কাঁদছে।’
ভারতীয় ক্রিকেট ঈশ্বর শচীন টেন্ডুলকারও সুশান্তের মৃত্যুতে টুইটারে এক বার্তায় লিখেন, ‘তাঁর বিদায়ের খবর আমাকে হতবাক এবং দুঃখে ভাসিয়ে দিলো। দারুণ একজন প্রতিভাবান উঠতি নায়ক। তাঁর পরিবার এবং বন্ধুদের প্রতি আমার সমবেদনা রইলো।’
সাবেক ক্রিকেটার ইরফান পাঠান বলেন, ‘সুশান্তের আত্মহত্যার খবর আমাকে হতবাক করেছে। এই খবর শুনে আমি খুব দুঃখিত। তাঁর পরিবারের প্রতি আমার সমবেদনা রইলো।’ ভারতীয় দলের অফস্পিনার রবিচন্দ্রন অশ্বিন বলেন, ‘এটা বিশ্বাস করার মতো নয়। না হতে পারে না।’
এদিকে ভারতীয় ক্রীড়া বিশ্লেষক হার্শা ভোগলে বলেন, ‘এই খবর আমাকে ভীষনভাবে নাড়িয়ে দিয়ে গিয়েছে।’ আরেক ক্রিকেট বিশ্লেষক এবং কমেন্টেটর আকাশ চোপড়া বলেন, ‘ওহ ঈশ্বর…সুশান্ত সিং রাজপুত আর বেঁচে নেই। দুঃখজনক। এই বছরটা আরও খারাপ হতে চলেছে।’
ভারতীয় ক্রিকেট দলের বাঁহাতি ওপেনার শিখর ধাওয়ান নিজের টুইটারে লিখেন, ‘এই খবর বিশ্বাস করার মতো নয়। তাঁর পরিবারের প্রতি গভীর সমবেদনা জানাচ্ছি। ঈশ্বর তাকে শান্তিতে রাখুক।’ হরভাজন সিং লিখেন, ‘দয়া করে কেউ আমাকে বলুন, খবরটি মিথ্যে। আমি এখনও বিশ্বাস করতে পারছি না সুশান্ত রাজপুত আর নেই।’
এদিকে মানসিক স্বাস্থ্যের কথা টেনে সাবেক ভারতীয় ক্রিকেটার ভিভিএস লক্ষণ লিখেছেন, ‘মানসিক স্বাস্থ্য বর্তমানে অনেক বড় বিষয় হয়ে দাঁড়িয়েছে। এদিকে আমাদের আরও নজর দিতে হবে। যারা নিজেদের মধ্যে সংগ্রাম করছে তাদের প্রতি আরও সংবেদনশীল, ভদ্র আচরণ এবং কাছের মানুষ হতে হবে। সুশান্ত সিং রাজপুতের পরিবারের প্রতি আমার গভীর সমবেদনা।’
এছাড়াও আইপিএলের বিভিন্ন ফ্র্যাঞ্চাইজি যেমন চেন্নাই সুপার কিংস, কলকাতা নাইট রাইডার্স, দিল্লি ক্যাপিটালস সুশান্ত সিং রাজপুতের বিদায়ে শোকবার্তা জানিয়েছে। এমনকি অজি ক্রিকেটার নিজের টুইটারে সুশান্তের বিদায় নিয়ে লিখেছেন, ‘এই খবর শুনে আমি ভীষণরকমের দুঃখ পেয়েছি।’
রিল লাইফে যার চরিত্র ফুটিয়ে তুলেছেন সুশান্ত, সেই ধোনি এখনো কোনো বিবৃতি দেননি এই অভিনেতার মৃত্যু নিয়ে। নিশ্চয়ই কাই পো চে, পিকে, ডিটেক্টিভ বোমকেশ বক্সিতে অভিনয় করা সুশান্তের মৃত্যুর খবরটি বিশ্বাসই করতে পারেননি ধোনি।