Home > খেলাধুলা > ভারতের টি-টোয়েন্টি দলে ফিরলেন ধোনি

ভারতের টি-টোয়েন্টি দলে ফিরলেন ধোনি

ক্রীড়া ডেস্ক: ভারতের সাম্প্রতিক দুটি টি-টোয়েন্টি সিরিজের দলে জায়গা হয়নি প্রাক্তন অধিনায়ক মহেন্দ্র সিং ধোনির। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিরিজের পর অস্ট্রেলিয়ার বিপক্ষে আসন্ন টি-টোয়েন্টি সিরিজের দলেও নেই তিনি। তবে আগামী বছর নিউজিল্যান্ডের বিপক্ষে টিম ইন্ডিয়ার টি-টোয়েন্টি শিবিরে ডাক পেয়েছেন তিনি।

ফেব্রুয়ারির শুরুর দিকে নিউজিল্যান্ডের বিপক্ষে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলবে ভারত। ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই) সোমবার অস্ট্রেলিয়া সফরের ওয়ানডে এবং নিউজিল্যান্ড সফরের ওয়ানডে ও টি-টোয়েন্টি সিরিজের দল ঘোষণা করে। ওই দলে জায়গা হয়ে দেশটির উইকেটরক্ষক ব্যাটসম্যান ধোনির।

অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ডের বিপক্ষে ওয়ানডে দলে ফিরেছেন দিনেশ কার্তিক। রিশাব প্যান্টের জায়গায় দলে এসেছেন তিনি। অস্ট্রেলিয়ার বিপক্ষে বর্তমানে টেস্ট সিরিজে খেলছেন প্যান্ট । সিরিজ শেষ হলে দেশে ফিরে ইংল্যান্ড লায়ন্সের বিপক্ষে পাঁচ ম্যাচ ওয়ানডে সিরিজে ভারত ‘এ’ দলকে নেতৃত্ব দেবেন তিনি। ওয়ানডে দলের নিয়মিত মুখ কেদার যাদব জায়গা পেয়েছেন টি-টোয়েন্টি দলেও। চোট কাটিয়ে দলে ফিরেছেন পেস বোলিং অলরাউন্ডার হার্দিক পান্ডিয়া।

মনিশ পান্ডে ও উমেশ যাদব নেই ওয়ানডে ও টি-টোয়েন্টি সিরিজের কোনো দলেই। তবে দুই সংস্করণেই দলে আছেন জাসপ্রিত বুমরাহ, ভুবনেশ্বর কুমার ও মোহাম্মদ খলীল। তাদের সঙ্গে পেস আক্রমণে অভিজ্ঞ পেসার মোহাম্মদ শামি থাকবেন।

ভারত দল:
রোহিত শর্মা, শিখর ধাওয়ান, লোকেশ রাহুল, বিরাট কোহলি (অধিনায়ক), অম্বাতি রাইডু (ওয়ানডেতে), দিনেশ কার্তিক, কেদার যাদব, মহেন্দ্র সিং ধোনি (উইকেটরক্ষক), রিশাব প্যান্ট (টি-টোয়েন্টিতে), হার্দিক পান্ডিয়া, ক্রুনাল পান্ডিয়া (টি-টোয়েন্টিতে), রবীন্দ্র জাদেজা (ওয়ানডেতে), ভুবনেশ্বর কুমার, মোহাম্মদ শামি (ওয়ানডেতে), কুলদীপ যাদব, যুভেন্দ্র চাহাল, জাসপ্রিত বুমরাহ, মোহাম্মদ খলীল।

আপনার ওয়েবসাইট তৈরি করতে ক্লিক করুন........
Ads by জনতার বাণী

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

শিরোনামঃ