খেলা ডেস্ক
জনতার বাণী,
মাদ্রিদ: ক্রিস্টিয়ানো
রোনালদোর হ্যাটট্রিকে
বড় জয় পাওয়ার পরও হতাশ
রিয়াল মাদ্রিদ। রবিবার
রাতে এসপানিয়লকে ৪-১
গোলে হারালেও লা
লিগার শিরোপা হাত
ছাড়া হয়েছে তাদের।
একই রাতে একই সময়ে
লিওনেল মেসির একমাত্র
গোলে শক্তিশালী
অ্যাথলেটিকো মাদ্রিদকে
হারিয়ে এই মৌসুমের
শিরোপা জিতে নেয়
বার্সেলোনা।
অ্যাথলেটিকোকে
হারালেই শিরোপা
বার্সার। তারা হারলেও
রিয়াল ড্র করলে ফলাফল
একই। এমন সমীকরণের ম্যাচে
প্রথমার্ধে গোল করতে
পারেনি রিয়াল।
দ্বিতীয়ার্ধের ৫৯
মিনিটে রিয়ালকে প্রথম
এগিয়ে দেন রোনালদো।
৭৯ মিনিটে স্ট্যানিওর
গোলে সমতায় ফেরে
এসপানিয়ল। পাঁচ মিনিট পর
আবার রিয়ালকে এগিয়ে
দেন মার্সেলো। ৮৩
মিনিটে দলের তৃতীয় আর
নিজের দ্বিতীয় গোল
করেন রোনালদো। আর ৯০
মিনিটে হ্যাটট্রিক পূরণ
করেন সিআর সেভেন।
রাতের অন্য ম্যাচে
কর্ডোভাকে ২-১ গোলে
রায়োভায়োকানো,
দেভোর্তিভোকে ২-০
গোলে লেভান্তেকে,
অ্যাথলেটিকো ৩-২ গোলে
এলচেকে, গ্রানাডাকে
৩-০ গোলে রিয়াল
সোসিয়েদকে এবং
আলমেরিয়াকে ২-১ গোলে
হারায় সেভিয়া। এছাড়া
গেটাফে ও এইবারের
ম্যাচটি ১-১ গোলে ড্র হয়।
