খেলা ডেস্ক
জনতার বাণী,
পেরু: কোপা আমেরিকায়
গ্রুপপর্বের খেলায় জয়
পেয়েছে পেরু। শুক্রবার
তারা ১-০ গোলে
হারিয়েছে
ভেনিজুয়েলাকে। বায়ার্ন
মিউনিখের স্ট্রাইকার
ক্লোডিও পিজারো
একমাত্র গোলটি করেন।
এ জয়ে তিন পয়েন্ট নিয়ে
কোয়ার্টার ফাইনালের
আশা বাঁচিয়ে রাখল
রিকার্ডো গ্রাসিয়ার
পেরু। কারণ ‘সি’ গ্রুপের অন্য
দলগুলোর সংগ্রহও এখন তিন
পয়েন্ট করে।
স্টাডিও ইলিয়াস
ফিগুয়েরো ব্রান্ডার
স্টেডিয়ামে প্রথমার্ধ
থাকে গোল শূন্য। তবে ২৯
মিনিটে ১০ জনের দলে
পরিণত হয় ভেনিজুয়েলা।
সরাসারি লালকার্ড
দেখে মাঠ ছাড়েন
অ্যামোরেবিয়েটা।
এই সুযোগই কাজে লাগিয়ে
দ্বিতীয়ার্ধে
ভেনিজুয়েলাকে চেপে
ধরে পেরু। একের পর এক
আক্রমণে কাপিয়ে তোলে
ভেনিজুয়েরার রক্ষণ। এরই ফল
পায় ৭২ মিনিটে।
পিজারোর গোলে এগিয়ে
যায় পেরু।
বাকি সময় দুদল কয়েকটি
আক্রমণে গেলেও তা
থেকে গোল আদায় করে
নিতে পারেনি। ফলে শেষ
পর্যন্ত জয় নিয়ে মাঠ ছাড়ে
পেরু। গত রবিবার প্রথম
ম্যাচে শেষ মুহূর্তে নেইমার
ঝলকে ২-১ ব্যবধানে
ব্রাজিলের কাছে হেরে
যায় পেরু।
‘সি’ গ্রুপে এখন পেরু,
ভেনিজুয়েলা, কলম্বিয়া ও
ব্রাজিল সবার পয়েন্ট তিন।
ভেনিজুয়েলা
কলম্বিয়াকে ১-০ গোলে
হারায়। আর কলম্বিয়া
ব্রাজিলের বিপক্ষে ১-০
গোলের জয় পায়।
