খেলা ডেস্ক
জনতার বাণী,
সান্টিয়াগো: লাতিন
ফুটবলের সৌন্দর্য্য নিয়ে
চিলিতে শুরু হতে যাচ্ছে
কোপা আমেরিকার ৪৪তম
আসর। পাঁচবারের বিশ্বকাপ
চ্যাম্পিয়ন ব্রাজিল ছাড়াও
শিরোপার দাবিদার
দুইবারের বিশ্ব চ্যাম্পিয়ন
আর্জেন্টিনা ও প্যারাগুয়ে।
শুক্রবার ভোর সাড়ে পাঁচটায়
ইকুয়েডরের বিপক্ষে উদ্বোধনী
ম্যাচ খেলবে স্বাগতিক
চিলি। সবগুলো ম্যাচ সরাসরি
দেখাবে চ্যানেল সনি-
সিক্স।
মেসি-নেইমার-সুয়ারেজের
জন্য কোপার যে তিনটি
দলের উপর দর্শকদের বেশি নজর
থাকবে সেই ব্রাজিল,
আর্জেন্টিনা এবং উরুগুয়ে
মাঠে নামবে আরো একদিন
পর। ডিফেন্ডিং চ্যাম্পিয়ন ও
সবচেয়ে বেশিবার কোপার
শিরোপাজয়ী উরুগুয়ে ১৪
তারিখ রাত ১টায় মুখোমুখি
হবে জ্যামাইকার।
একই দিনে মাঠে নামবে গত
আসরের ফাইনালে উরুগুয়ের
কাছে হেরে শিরোপা
হারানো লিওনেল মেসির
আর্জেন্টিনা। রাত সাড়ে
তিনটায় মেসিদের প্রতিপক্ষ
প্যারাগুয়ে। আর ঘরের মাঠের
বিশ্বকাপ দুঃখ ভোলার
মিশনে ব্রাজিল তাদের প্রথম
ম্যাচে মাঠে নামবে ১৫ জুন।
রাত সাড়ে তিনটায় অনুষ্ঠিত
হতে যাওয়া এই ম্যাচে
নেইমার-অস্কারদের প্রতিপক্ষ
পেরু।
কোপা আমেরিকাকে
সামনে রেখে চিলিতে
একদিকে যেমন চলছে আনন্দ-
উৎসব। বিপরীতে চলছে
প্রতিবাদও। ফিফা আর চিলির
রাষ্ট্রীয় দুর্নীতির বিরুদ্ধে
বিক্ষোভ করেছেন কয়েক
হাজার প্রতিবাদী।
ফুটবলকে স্বাগত জানালেও
দুর্নীতির বিরুদ্ধে
বিশ্বনেতাদের দৃষ্টি আকর্ষণ
করতে সাউথ আফ্রিকা ও
ব্রাজিল বিশ্বকাপের আগে
যেমনটা হয়েছিল।
তেমনিভাবে বিক্ষোভ চলছে
চিলিতেও।
