ক্রীড়া ডেস্ক: রেকর্ড ট্রান্সফারে নেইমার প্যারিস সেইন্ট জার্মেইয়ে যোগ দেওয়ায় বার্সেলোনায় ১১ নম্বর জার্সিধারী ফুটবলারের জায়গাটা শূন্য রয়েছে। তবে এই নম্বরের জার্সিতে এবার মাঠ মাতাতে দেখা যাবে বরুশিয়া ডর্টমুন্ড থেকে সদ্য যোগ দেওয়া উসমান দেম্বেলেকে।
ফুটবল ইতিহাসের দ্বিতীয় সর্বোচ্চ ১০৫ মিলিয়ন ইউরো ট্রান্সফারের রেকর্ড গড়ে দেম্বেলেকে দলে ভিড়িয়েছে বার্সেলোনা। এবার মেসি ও সুয়ারেজের সঙ্গে আক্রমনভাগে ‘এমএসডি’ নামে নতুন ত্রয়ী হিসেবে দেখা যাবে ফরাসি এ তারকাকে।
গ্রীষ্মের দলবদলে বার্সা শিবিরে যোগ দেওয়া দেম্বেলে চতুর্থ ফুটবলার। পাওলিনহো, নেলসন সেমেদো এবং জেরার্ড দেউলোফিউর পর ন্যু ক্যাম্পে আসলেন দেম্বেলে। কাতালান ক্লাবটিতে তার ১১ নম্বর জার্সিতে খেলার কথা অফিসিয়ালি ঘোষণা দিয়েছে বার্সেলোনা।
নেইমার ক্লাব ছাড়ার পর স্প্যানিশ জায়ান্ট বার্সেলোনা শিবিরে একটি অস্থিরতা বিরাজ করেছিল। তবে ফর্মে থাকা তরুণ তুর্কি দেম্বেলেকে দলে নিতে পারায় এবার কিছুটা স্বস্তির হাওয়া বইছে ন্যু ক্যাম্পের ক্লাবটিতে।