খেলা ডেস্ক
জনতার বাণী,
বার্সেলোনা: লিওনেল
মেসির জোড়া গোলে
কোপা ডেল রে’র
শিরোপা জিতেছে
বার্সেলোনা।
অ্যাথলেটিকো
বিলবাওকে ৩-১ গোলে
হারিয়ে মৌসুমের দ্বিতীয়
শিরোপা জিতলো
কাতালানরা। অপর গোলটি
করেন নেইমার।
এটি বার্সার রেকর্ড ২৭তম
কোপা ডেল রে শিরোপা।
দ্বিতীয় সর্বোচ্চ ২৩ বার এই
শিরোপা জিতেছে এই
ম্যাচেরই পরাজিত দল
বিলবাও।
খেলার ২০ মিনিটে
বার্সাকে লিড এনে দেন
মেসি। দানি আলভেজের
পাস থেকে বল পেয়ে বা
পায়ের জোড়ালো শটে
গোল করেন আর্জেন্টাইন
অধিনায়ক।
৩৬ মিনিটে ব্যবধান দ্বিগুণ
করেন নেইমার। মেসির কাছ
থেকে বল পেয়ে নিজে শট
না নিয়ে ফাঁকায় থাকা
নেইমারকে বল দেন লুইস
সুয়ারেজ। সেই বল জালে
জড়াতে কোনো রকম ভুল
করেননি ব্রাজিলিয়ান
ওয়ান্ডার কিড। ৭৪
মিনিটে দলের তৃতীয় আর
নিজের দ্বিতীয় গোল
করেন মেসি। এবারও তার
জোগান দাতা আলভেজ।
৮০ মিনিটে ব্যবধান কমায়
বিলবাও। হেড থেকে গোল
করেন ইনাকি উইলিয়ামস।
কোপা ডেল রে জিতে
মৌসুমের ট্রেবল জয়ের
দিকে আরো এক ধাপ
এগিয়ে গেল বার্সা।
আগেই লা লিগা শিরোপা
নিশ্চিত করেছে লুইস
এনরিকের দল। ট্রেবল জয়ের
লক্ষ্যে ৬ জুন চ্যাম্পিয়নস
লিগে ফাইনালে
জুভেন্টাসের বিপক্ষে
মাঠে নামবে মেসি-
নেইমার-সুয়ারেজরা।
