খেলা ডেস্ক
জনতার বাণী,
হেডিংলি: লডর্স টেস্টের পর
হেডিংলিতেও দাপট
ইংল্যান্ডের। ম্যাচের
প্রথম দিন শেষে ২৯৭ রান করতেই
নিউজিল্যান্ডের ৮ উইকেট
তুলে নিয়েছে ইংলিশরা।
বল হাতে নিজের দ্বিতীয়
ওভারেই জোড়া আঘাত হানেন
ইংলিশ পেসার জেমস
অ্যান্ডারসন। এতে টেস্টে
৪০০ উইকেট পূর্ণ হয় তার।
টেস্টে ৪০০ উইকেটের কৃতিত্ব
নেই আর কোনো ইংলিশ বোলারের।
আর ১৩৭ বছরের টেস্ট ইতিহাসে
জেমস অ্যান্ডারসন ৪০০
উইকেটের কৃতিত্ব দেখানো
মাত্র অষ্টম ফাস্ট বোলার।
কিউইদের রক্ষা করেছেন টম
লাথাম ও লুক রনকি। লাথাম
৮৪ এবং রনকি করেন ৮৮ রান।
স্বাগতিকদের হয়ে স্টুয়ার্ট
ব্রড ৩টি এবং অ্যান্ডারসন
ও মার্ক উড ২টি করে উইকেট নেন।
প্রসঙ্গত, প্রথম টেস্ট জিতে
সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে
আছে ইংল্যান্ড।
