Home > খেলাধুলা > মৌসুমের শেষ ও জাভির বিদায়ী ম্যাচে বার্সার ড

মৌসুমের শেষ ও জাভির বিদায়ী ম্যাচে বার্সার ড

খেলা ডেস্ক
জনতার বাণী,
বার্সেলোনা: ‘ন্যু ক্যাম্প’
জাভি হার্নান্দেজের
বিদায়ী ম্যাচে ড্র করেছে
বার্সেলোনা। মেসির
জোড়া গোলের পরও ঘরের
মাঠে দেপোরতিভোর
বিপক্ষে ২-২ গোলে ড্র
করে কাতালানরা।
এক ম্যাচ হাতে রেখে
আগেই শিরোপা জেতা
বার্সার হাতে শেষ ম্যাচে
লা লিগার ট্রফি তুলে
দেয়া হয় ম্যাচ শেষে। ফলে,
উৎসবের মাঝেও বার্সার
শিবিরে ছিল ৮৯ হাজার
দর্শকের সঙ্গে জাভির
বিদায়ী কান্না।
ম্যাচের পঞ্চম মিনিটেই
এগিয়ে যায়
বার্সেলোনা।
দেপোরতিভোর জালে বল
জড়ান মেসি। ম্যাচের ১৪তম
মিনিটে আবারো
দেপোরতিভোর জালে বল
জড়ানি মেসি। তবে অফ-
সাইটের কারণে বাতিল হয়
এটি।
মেসির গোলে এগিয়ে
থেকে বিরতিতে যায়
বার্সেলোনা।
বিরতির পর বেশ ধীরেই
এগিয়ে চলে বার্সার
ফুটবলাররা। খেলার ৫৯তম
মিনিটে ব্যবধান দ্বিগুণ
করে কাতালানরা।
এবারো গোলদাতা মেসি।
ম্যাচের ৬৭তম মিনিটে
দেপোরতিভোর হয়ে
ব্যবধান কমান লুকাস। ৭৬
মিনিটের মাথায় সমতায়
ফেরে দেপোরতিভো।
৮৬ মিনিটের মাথায় ৮৯
হাজার দর্শক, মাঠের
খেলোয়াড় আর কোচিং
স্টাফদের করতালিতে
ক্যাম্প ন্যু মেতে উঠে।
ঘরের মাঠে দীর্ঘ ১৭ বছরের
ফুটবল ক্যারিয়ারের
সমাপ্তি জানিয়ে মাঠ
থেকে উঠে আসেন জাভি।
তার বদলি হিসেবে মাঠে
নামেন আন্দ্রে ইনিয়েস্তা।
খেলার বাকি সময়ে আর নতুন
করে লিড নিতে না
পারলে মৌসুমের শেষ লা
লিগার ম্যাচে ড্র মেনে
নেয় শিরোপাধারী
বার্সেলোনা। এ ড্রয়ের পর
কাতালানদের মৌসুম শেষ
হয় সর্বোচ্চ ৯৪ পয়েন্ট নিয়ে

আপনার ওয়েবসাইট তৈরি করতে ক্লিক করুন........
Ads by জনতার বাণী
শিরোনামঃ