Home > খেলাধুলা > কোহলির বিরুদ্ধে নোটিশ জারি

কোহলির বিরুদ্ধে নোটিশ জারি

খেলা ডেস্ক
জনতার বাণী,
ব্যাঙ্গালুরু:
আইপিএলে ম্যাচ
চলাকালীন সময়ে নিয়ম
ভেঙ্গে বান্ধবী
আনুশকা শর্মার সঙ্গে
কথা বলায় রয়্যাল
চ্যালেঞ্জার
ব্যাঙ্গালুরুর
অধিনায়ক বিরাট
কোহলিকে কাছে
কৈফিয়ত চেয়ে চিঠি
পাঠিয়েছে ভারতীয়
ক্রিকেট বোর্ড
বিসিসিআই। তিনি কেনো
আনুশকার সঙ্গে কথা
বলেছিলেন তার কারণ
ব্যাখ্যা করতে হবে
কোহলিকে। মঙ্গলবার এই
নোটিশ জারি করে
বোর্ড।
ভারতীয় ক্রিকেট
বোর্ডের (বিসিসিআই) ও
আইপিএলের নিয়ম
অনুযায়ী ম্যাচ
চলাকালীন কোনো
খেলোয়াড় বাইরের কারো
সঙ্গে(সে যত কাছের
মানুষই হোক) কথা বলতে
পারেন না।
গত রোববার আইপিএলের
প্রথম রাউন্ডের শেষ
ব্যাঙ্গালুরু ও
দিল্লির ম্যাচ
বৃষ্টিতে ভেসে যায়।
খেলা আর শুরু হবে না
জেনে নিয়ম ভেঙ্গে
প্যাভিলিয়নের বাইরে
গিয়ে আনুশকার সঙ্গে
খোশ গল্পে মেতে ওঠেন
কোহলি। ওই সময় তাদের
গল্পের দৃশ্য মাঠের
জায়ান্ট স্কিনে
বারবার দেখানো হয়।
তবে কোহলি-আনুশকার
সঙ্গে যুবরাজ সিং ও
দিনেশ কার্তিক একই নিয়ম
ভাঙ্গলেও তাদের নামে
কোনো নোটিশ পাঠায়নি
বিসিসিআই।

আপনার ওয়েবসাইট তৈরি করতে ক্লিক করুন........
Ads by জনতার বাণী
শিরোনামঃ