নিজস্ব প্রতিবেদক
জনতার বাণী,
ঢাকা: রাজধানী ঢাকার
সোহরাওয়ার্দী উদ্যানে
আওয়ামী লীগপন্থি
জাতীয় নাগরিক কমিটির
সংবর্ধনায় যোগ দিয়েছেন
প্রধানমন্ত্রী ও আওয়ামী
লীগ সভাপতি শেখ
হাসিনা।
শুক্রবার বিকেল সাড়ে
৩টায় শুরু হওয়া সংবর্ধনা
অনুষ্ঠানে ৪টার দিকে
উপস্থিত হন প্রধানমন্ত্রী।
ভারতের সঙ্গে স্থল
সীমান্ত চুক্তিসহ বিভিন্ন
ক্ষেত্রে সফলতা অর্জনের
জন্য প্রধানমন্ত্রী শেখ
হাসিনাকে এ সংবর্ধনা
দিচ্ছে জাতীয় নাগরিক
কমিটি।
কমিটির সভাপতি সব্যসাচী
লেখক সৈয়দ শামসুল হকের
সভাপতিত্বে এতে
সরকারপন্থি বুদ্ধিজীবী ও
রাজনীতিকরা অংশ
নেবেন।
এর আগে আওয়ামী ও
বামপন্থি বুদ্ধিজীবী, কবি,
সাহিত্যিক, শিক্ষক,
সাংবাদিক, সাংস্কৃতিক
ব্যক্তিত্বসহ বিভিন্ন
শ্রেণি-পেশার বিশিষ্ট
নাগরিকদের নিয়ে ২০২
সদস্যের জাতীয় নাগরিক
কমিটি আত্মপ্রকাশ করে।
সৈয়দ শামসুল হককে কমিটির
সভাপতি করা হয়।
এদিকে, সংবর্ধনা ঘিরে
দুপুর ২টার পর থেকেই
রাজধানীর বিভিন্ন থানা
ও ওয়ার্ড এবং আশপাশের
জেলা থেকে ক্ষমতাসীন
আওয়ামী লীগ, যুবলীগ,
ছাত্রলীগ ও শ্রমিক লীগ
ছাড়াও বিভিন্ন
সামাজিক সামাজিক-
সাংস্কৃতিক সংগঠনের
নেতাকর্মীরা
সোহরাওয়ার্দী উদ্যানে
আসতে থাকেন।
