নিজস্ব প্রতিনিধি
জনতার বাণী,
মানিকগঞ্জ: নানা
আয়োজনে মানিকগঞ্জে
জাতীয় কবি কাজী নজরুল
ইসলামের ১১৬তম জন্মজয়ন্তী
পালন করা হচ্ছে।
এ উপলক্ষে সোমবার সকাল
সাড়ে আটটায় কবি পত্নী
প্রমীলার পৈতিৃক বাড়ি
শিবালয় উপজেলার
তেওতা গ্রামে কবির
প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ
করা হয়।
এতে অতিরিক্ত জেলা
প্রশাসক মো. আসলাম
হোসেন, অতিরিক্ত জেলা
প্রশাসক (রাজস্ব) মজিবর
রহমান, শিবালয় উপজেলা
পরিষদের চেয়ারম্যান আলী
আকবর, শিবালয় উপজেলা
নির্বাহী কর্মকর্তা একেএম
গালিভ খান, শিবালয়
থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা
(ওসি) রকিবুজ্জামান, নজরুল-
প্রমিলা পরিষদের জেলা
শাখার সভাপতি
মোজাম্মেল হোসেন বাবর,
সাধারণ সম্পাদক করবী
আহমেদ বিউটিসহ বিভিন্ন
রাজনৈতিক দল, শিক্ষা,
সামাজিক ও সাংস্কৃতিক
প্রতিষ্ঠান প্রতিকৃতিতে
পুষ্পস্তবক অর্পণ করে।
পুষ্পস্তবক অর্পণ শেষে তারা
প্রমীলার পৈতিৃক বাড়ির
আঙিনায় কিছু সময় কাটান ও
স্বজনদের সঙ্গে কুশল বিনিময়
করেন।
এছাড়া, বিকেল পাঁচটায়
তেওতা জমিদার বাড়ি
প্রাঙ্গণে আলোচনা সভা ও
সাংস্কৃতিক অনুষ্ঠানের
আয়োজন করা হয়েছে।
