নিজস্ব প্রতিনিধি
জনতার বাণী,
কুষ্টিয়া: বিএনপিকে
আগে গণতন্ত্রের
সংজ্ঞা কী সেটা ভালো
করে বুঝার পরামর্শ
দিয়েছেন আওয়ামী লীগের
যুগ্ম-সাধারণ সম্পাদক
মাহবুব-উল আলম হানিফ।
শনিবার কুষ্টিয়াস্থ নিজ
বাসভবনে সাংবাদিকদের এক
প্রশ্নের জবাবে তিনি
বিএনপি এ পরামর্শ দেন।
দেশে এখন গণতন্ত্র নেই-
বিএনপি নেতা মওদুদ
আহমেদের এই দাবির জবাবে
হানিফ বলেন, ‘বেগমজিয়ার
নির্দেশে গণতন্ত্রের
দোহাই দিয়ে রাস্তায়
পেট্রোল বোমা মেরে
বাসে আগুন দিয়ে মানুষ
পুড়িয়ে হত্যা করার নাম
যদি গণতন্ত্র হয় তাহলে
বাংলাদেশের মানুষ সেই
গণতন্ত্র দেখতে চায় না।’
তিনি বলেন, এই গণতন্ত্র
বাংলাদেশের মানুষ
ইতোমধ্যে প্রত্যাখান
করেছে। এমনকি তার দলের
নেতাকর্মীরাও সমর্থন
দেয়নি।
বিএনপিকে উদ্দেশ্যে
করে আওয়ামী লীগের এই
মুখপাত্র বলেন, ‘আগে
গণতন্ত্রের সংজ্ঞা কী
সেটা ভালো করে বুঝুন।
নিজের দলের মধ্যে
গণতন্ত্র প্রতিষ্ঠা করুন।
নিজেদের দলের ভেতর যে
সন্ত্রাসী ও নাশকতামূলক
নেতৃত্ব আছে তার
পরিবর্তন করুন। তারপর
জনগণের উদ্দেশ্যে
কোনো নছিয়ত থাকলে
সেটা দিন।’
তিনি আরো বলেন, সরকারের
বিরুদ্ধে বিষোদগার করা
ছাড়া বিএনপির আর কোনো
কাজ নেই। কারণ তারা একটি
জনবিচ্ছিন্ন ও
পরিত্যাক্ত রাজনৈতিক দল
হিসেবে চিহ্নিত হয়ে
গেছে।
এ সময় জেলা আওয়ামী
লীগের সভাপতি সদর উদ্দিন
খান, সাধারণ সম্পাদক আজগর
আলী, শহর আওয়ামী লীগের
সভাপতি তাইজাল আলী
খানসহ সংগঠনের
নেতাকর্মীরা উপস্থিত
ছিলেন।
