Home > রাজনীতি > সিদ্ধিরগঞ্জে সাখাওয়াতের পক্ষে কেন্দ্রীয় নেতাদের দফায় দফায় প্রচারনা

সিদ্ধিরগঞ্জে সাখাওয়াতের পক্ষে কেন্দ্রীয় নেতাদের দফায় দফায় প্রচারনা

সিদ্ধিরগঞ্জে সাখাওয়াতের পক্ষে দফায় দফায় প্রচারণা চালিয়েছে বিএনপির কেন্দ্রিয় নেতারা। মঙ্গলবার সিদ্ধিরগঞ্জের ১০টি ওয়ার্ডে কয়েক দফায় এ প্রচারণা চালায় কেন্দ্রীয় নেতৃবৃন্দ। এসময় সঙ্গে ছিলেন স্থানীয় নেতা-কর্মীরাও। এক একটি ওয়ার্ডে একাধিক কেন্দ্রিয় টিম ধানের শীষের পক্ষে প্রচারনা চালিয়েছে গতকাল মঙ্গবার। এসময় কেন্দ্রীয় নেতারা স্থানীয় নেতা-কর্মীদের নিয়ে লিফলেট বিতরণ, উঠান বৈঠক ও পথসভা করেছেন।
গতকাল মঙ্গলবার বিকেলে নগরীর সিদ্ধিরগঞ্জের ১নং ওয়ার্ডের পাইনাদী নতুন মহল্লা ও হিরাঝিল এলাকায় এ্যাডভোকেট সাখাওয়াত হোসেন খানের পক্ষে উঠোন বৈঠক করেছেন বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা জয়নাল আবেদিন ফারুক, হাবিবুর রহমান হাবিব। এসময় তাদের সাথে ছিলেন নির্র্বাচনের সিদ্ধিরগঞ্জের প্রধান সমন্বয়কারী বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক এ্যাডভোকেট আব্দুস সালাম আজাদ, সাবেক এমপি মুহাম্মদ গিয়াস উদ্দিন, সিদ্ধিরগঞ্জ থানা বিএনপির যুগ্ম আহ্বায়ক মনিরুল ইসলাম রবিসহ স্থানীয় নেতৃবৃন্দ। ওই বৈঠক শেষে নেতারা লিফলেট বিতরন করে ধানের শীষের পক্ষে ভোট চান। এর আগে মঙ্গলবার দুপুরে সিদ্ধিরগঞ্জের হাজী রজ্জব আলী সুপার মার্কেটস্থ সিদ্ধিরগঞ্জ থানা প্রেস ক্লাবের সামনে থেকে বিএনপি’র চেয়ারপার্সনের উপদেষ্টা জয়নাল আবেদিন ফারুক নেতা-কর্মীদের নিয়ে লিফলেট বিতরণ শুরু করেন।

আপনার ওয়েবসাইট তৈরি করতে ক্লিক করুন........
Ads by জনতার বাণী

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

শিরোনামঃ