নিউজ ডেস্ক
জনতার বাণী,
ঢাকা: বিএনপি নেতা
সালাহ উদ্দিন আহমেদকে
উন্নত চিকিৎসার জন্য
ভারতের মেঘালয়ের নর্থ
ইস্টার্ন ইন্দিরা গান্ধী
রিজিওনাল ইনস্টিটিউট অব
হেলথ অ্যান্ড মেডিকেল
সায়েন্সেস, শিলং
(নেগ্রিমস) হাসপাতালে
ভর্তি করা হয়েছে।
বুধবার বিকেল ৬টার দিকে
তাকে ওই হাসপাতালে
ভর্তি করা হয়, সেখানে
অবস্থানরত বিএনপি
নেতারা নিশ্চিত
করেছেন।
সিভিল হাসপাতাল থেকে
অ্যাম্বুলেন্সে তোলার সময়
সালাহ উদ্দিন আহমেদ
সাংবাদিকদের জানান,
তার শারীরিক অবস্থা
মোটেও ভালো নয়। সুস্থতার
জন্য তিনি দেশবাসীর
কাছে দোয়া চেয়েছেন।
এ সময় তার চিকিৎসার
ব্যবস্থার করার জন্য মেঘালয়
রাজ্য সরকার ও ভারতের
কেন্দ্রীয় সরকারের প্রতি
কৃতজ্ঞতা জানান তিনি।
এর আগে দুপুরে সিভিল
হাসপাতালে সালাহ
উদ্দিনের চিকিৎসক জি কে
গোস্বামী বলেন, সালাহ
উদ্দিনের কিডনিতে পাথর
ধরা পড়েছে। তার আরো
কিছু শারীরিক সমস্যা
রয়েছে।
সালাহ উদ্দিনের জন্য গঠিত
মেডিকেল বোর্ডের শল্য
চিকিৎসক মনে করেন, তার
কিডনি চিকিৎসার জন্য আর
বেশ কিছু পরীক্ষা-
নিরীক্ষার দরকার। এ
সুবিধাগুলো সিভিল
হাসপাতালে নেই। এ জন্য
আজ দুপুরে তাকে
নেগ্রিমসে পাঠানোর
সুপারিশ করা হয়েছে।
সকালে ভারতের
মেঘালয়ের শিলংয়ের
সিভিল হাসপাতালের
বিচারাধীন মামলার
আসামিদের ওয়ার্ডে
হাসিনা আহমদ তৃতীয়
দিনের মতো স্বামীর সঙ্গে
দেখা করেন। এরপর তিনি
গণমাধ্যম কর্মীদের সঙ্গে
কথা বলেন।
উল্লেখ্য, প্রায় দুই মাস
নিখোঁজ থাকার পর গত ১১
মে শিলংয়ের গলফ লিংক
এলাকা থেকে গ্রেপ্তার
করা হয় বিএনপি নেতা
সালাহ উদ্দিন আহমেদকে।
অবৈধভাবে ভারতে
প্রবেশের অভিযোগে
ফরেনার্স অ্যাক্টে তার
বিরুদ্ধে মামলা হয়েছে।
গত ১০ মার্চ থেকে
‘নিখোঁজ’ ছিলেন বিএনপির
যুগ্ম-মহাসচিব সালাহ উদ্দিন
আহমেদ। তাকে উত্তরার
একটি বাসা থেকে
আইনশৃঙ্খলা রক্ষাকারী
বাহিনীর পরিচয়ে তুলে
নিয়ে যাওয়া হয়েছে বলে
তার পরিবার ও দলটির পক্ষ
থেকে দাবি করা হয়।
তবে সালাহ উদ্দিন
আহমেদকে আটক করা হয়নি
বলে দাবি করে আসছে
আইনশৃঙ্খলা রক্ষাকারী
বাহিনী।
