নিজস্ব প্রতিবেদক
জনতার বাণী,
ঢাকা: মানবতাবিরোধী
অপরাধের দায়ে আমৃত্যু
কারাদণ্ডের সাজাপ্রাপ্ত
মাহিদুর রহমান ও আফসার
হোসেন চুটুকে আন্তর্জাতিক
অপরাধ ট্রাইব্যুনাল-২ থেকে
ঢাকা কেন্দ্রীয়
কারাগারে নেওয়া
হয়েছে।
বুধবার দুপুর ১টা ২৭ মিনিটে
তাদের অপরাধ ট্রাইব্যুনাল
থেকে বের করে কেন্দ্রীয়
কারাগারে নেওয়া হয়।
কেন্দ্রীয় কারাগারে এসে
পৌঁছান দুপুর ১টা ৪৭
মিনিটে। এ সময় তাদের বহন
করা গাড়িবহরে কড়া
নিরাপত্তা লক্ষ্য করা
গেছে।
প্রাথমিকভাবে জানা
গেছে, তাদের কেন্দ্রীয়
কারাগার থেকে
পরবর্তীতে কাশিমপুর
কারাগারে নেওয়া হতে
পারে।
এর আগে বুধবার সকালে
মাহিদুর-আফসারের হত্যা,
গণহত্যা, অপহরণ, আটক,
নির্যাতন, লুণ্ঠন ও
অগ্নিসংযোগের তিনটির
মধ্যে দুটি অভিযোগ
প্রমাণিত হওয়ায় আমৃত্যু
কারাদণ্ড দিয়েছে
ট্রাইব্যুনাল।
অভিযোগ তিনটির মধ্যে এক
ও দুই নম্বর অভিযোগ
প্রমাণিত হয়েছে এবং তিন
নম্বর অভিযোগ গ্রহণ করা
হয়নি বলে রায়ে উল্লেখ
করেছেন ট্রাইব্যুনাল। একই
অভিযোগে দুই আসামি
স্বাধীনতার পরেই দালাল
আইনে যাবজ্জীবন
কারাদণ্ডে দণ্ডিত হন এবং
তারা দণ্ড ভোগ করায় তিন
নম্বর অভিযোগটি গ্রহণ
করেননি ট্রাইব্যুনাল।
বুধবার একাত্তরের
মুক্তিযুদ্ধে শিবগঞ্জ
উপজেলায়
মানবতাবিরোধী অপরাধ
সংঘটনকারী মাহিদুর-
আফসারের মামলার এ রায়
ঘোষণা করেন চেয়ারম্যান
বিচারপতি ওবায়দুল
হাসানের নেতৃত্বে ৩
সদস্যের ট্রাইব্যুনাল।
বিচারক প্যানেলের অন্য দুই
সদস্য হলেন— বিচারপতি
মো. মুজিবুর রহমান মিয়া ও
বিচারপতি শাহীনুর ইসলাম।
মোট ১৩৩ পৃষ্ঠার রায়ের
সংক্ষিপ্ত অংশ পাঠ করেন
ট্রাইব্যুনাল চেয়ারম্যান।
বেলা ১১টা ১৪ মিনিটে শুরু
হয়ে ১১টা ২৯ মিনিটে রায়
দেওয়া শেষ হয়।
