নিজস্ব
প্রতিবেক
জনতার বাণী,
ঢাকা:
প্রধান
বিচারপতির সমালোচনা করায় খাদ্যমন্ত্রী
অ্যাডভোকেট কামরুল ইসলাম এবং মুক্তিযুদ্ধ
বিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হককে তলব
করেছে সুপ্রিম কোর্টের আপিল বিভাগ।
১৫ মার্চ সকাল ৯টায় আপিল বিভাগের ৯ সদস্যের
পূর্ণাঙ্গ বেঞ্চে তাদের তলব করা হয়েছে।
এছাড়া দুই মন্ত্রীর বিরুদ্ধে নোটিশ দেয়া
হয়েছে। ১৪ মার্চ তাদের জবাব দেয়ার নির্দেশ
দেয়া হয়েছে।
মীর কাসেম আলীর মামলার শুনানিকালে গত ২৪
ফেব্রুয়ারি রাষ্ট্রপক্ষকে ভর্ৎসনা করেন প্রধান
বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহা।
এরপর গত শনিবার এক অনুষ্ঠানে খাদ্যমন্ত্রী ও
মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী প্রধান বিচারপতির কড়া
সমালোচনা করে তাকে মীর কাসেমের মামলা
থেকে সরে যাওয়ার আহ্বান জানান।
এ নিয়ে দেশে তীব্র বিতর্ক শুরু হয়। অ্যাটর্নি
জেনারেল দুই মন্ত্রীর বক্তব্যকে
অসাংবিধানিক বলে মন্তব্য করেন। আর
প্রধানমন্ত্রী শেখ হাসিনা গতকাল মন্ত্রিসভার
বৈঠক শেষে দুই মন্ত্রীর বক্তব্যের কড়া
সমালোচনা করেন।
এরপর মঙ্গলবার সকালে আপিল বিভাগের
পূর্ণাঙ্গ বেঞ্চ দুই মন্ত্রীর বিরুদ্ধে নোটিস
জারি করে। নোটিশে কেন তাদের বিরুদ্ধে
আদালত অবমাননার অভিযোগ আনা হবে না- তা
দুই মন্ত্রীর কাছে জানতে চেয়েছেন আপিল
বিভাগ।
আদেশের আগে প্রধান বিচারপতি এস কে সিনহা
বলেন, ‘দেশের সর্বোচ্চ আদালত নিয়ে অশুভ ও
অবমাননাকর বক্তব্যে সর্বোচ্চ আদালতের
বিচারকরা স্তম্ভিত, যা বিচার বিভাগের
স্বাধীনতায় নগ্ন হস্তক্ষেপ বলে আমরা মনে
করি।’