জনতার বাণীডেস্ক:
পৌর নির্বাচনে মেয়র দলীয়,
কাউন্সিলরে নির্দলীয় ভোট
যাচাই বাছাই করে সংসদীয় কমিটি রিপোর্ট দিলে
স্থানীয় সরকার সংশোধিত আইন আজই সংসদে পাশ
হতে পারে। আইন, বিচার ও সংসদ বিষয়ক স্থায়ী কমিটির
সভাপতি সুরঞ্জিত সেনগুপ্ত এমনটাই মনে করেন।
গতকাল এই বিল সংসদে তোলার পর যাচাই-বাছাই করে
তিন দিনের মধ্যে রিপোর্ট দেয়ার সময় দিয়ে
সংসদীয় কমিটিতে পাঠানো হয়।
আইন পাশ হওয়ার পরপরই নির্বাচন কমিশন চাইলে পৌর
নির্বাচনের তফসিল ঘোষণা করতে পারে। নির্বাচনী
বিধিতে পৌর নির্বাচনে মন্ত্রী-এমপিদের প্রচারে
যাওয়ার বিধান থাকছে না, শুধু মেয়র পদের প্রার্থী
দলীয় প্রতীকে নির্বাচনে অংশ নিতে পারবেন।
এছাড়া, প্রার্থী হওয়ার ক্ষেত্রে একাধিক আগ্রহী
থাকলে দলের মনোনীত প্রার্থীই
মনোনয়নের ক্ষেত্রে বৈধতা পাবেন। তবে,
স্বতন্ত্র প্রার্থীর ক্ষেত্রে যোগ্যতা কী
হবে, তা নির্বাচন কমিশন আরপিও’তে ঠিক করবে।
দেশের ৩২৪টি পৌরসভার মধ্যে ডিসেম্বরে মেয়াদ
শেষ হচ্ছে ২৪৫টির। এগুলোর ভোটেই প্রথম
সংশোধিত আইনের প্রয়োগ হতে যাচ্ছে।
ডিসেম্বরের মধ্যেই এই নির্বাচন করতে চায় নির্বাচন
কমিশন।
