বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সিলেট যাচ্ছেন।শুক্রবার বেলা ১১টার দিকে একটি ফ্লাইটে ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে তার পৌঁছানোর কথা রয়েছে। স্ত্রী রাহাত আরা বেগমও তার সঙ্গে যাবেন। বিএনপির ভাইস চেয়ারম্যান শমসের মবিন চৌধুরীর পদত্যাগপত্র পাওয়ার পর হঠাৎ করে সিলেট সফরে যাচ্ছেন মির্জা ফখরুল।সিলেটে পৌঁছে হযরত শাহজালালের (রহ.) মাজার জিয়ারত করে সেখানে জুমার নামাজ আদায় করবেন তিনি।এরপর যাবেন হযরত শাহ পরাণের (রহ.) মাজার জিয়ারতে।এরপর জেলা ও মহানগর বিএনপির শীর্ষ নেতাদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করবেন|
