নিজস্ব প্রতিবেদক
জনতার বাণী,
ঢাকা: নাশকতার অভিযোগে পল্টন থানার দুই মামলা
এবং মতিঝিলের এক মামলায় বিএনপির
কার্যনির্বাহী কমিটির সদস্য ও সাবেক এমপি
সৈয়দা আশিফা আশরাফী পাপিয়ার তিন দিনের
রিমান্ড মঞ্জুর করেছে আদালত।
বৃহস্পতিবার দুপুরে আদালতে হাজির করে তিন
মামলায় ১০ দিন করে ৩০ দিনের রিমান্ড আবেদন করে
পুলিশ। শুনানি শেষে ঢাকা মহানগর হাকিম
শাহরিয়ার মাহমুদ আদনান প্রত্যেক মামলায় একদিন
করে তিন দিনের রিমান্ড মঞ্জুর করেন।
চলতি বছরের শুরুর দিকে হরতাল-অবরোধ চলাকালে
নাশকতার অভিযোগে মামলাগুলো দায়ের করে
পুলিশ।
এর আগে গত ১৬ জুন হাইকোর্টের জামিনের মেয়াদ
শেষ হওয়ায় ৯ মামলায় পাপিয়া আদালতে
আত্মসমর্পণ করে জামিনের আবেদন করেন। শুনানি
শেষে পল্টনের পাঁচ মামলায় ঢাকা মহানগর হাকিম
মোস্তাফিজুর রহমান, লালবাগের এক মামলায় ঢাকা
মহানগর হাকিম মাহাবুবুর রহমান এবং মিরপুরের তিন
মামলায় ঢাকা মহানগর হাকিম মারুফ হোসেন তার
জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর আদেশ
দেন।
