ঢাকা: পল্টন থানার নাশকতার চার মামলায় ছাত্রদলের সভাপতি রাজীব আহসানকে ফের চার দিনের রিমান্ড মঞ্জুর করেছে আদালত।
রাজিব আহসানকে সোমবার আদালতে হাজির করে পল্টন থানার নাশকতার পৃথক তিন মামলায় মোট ৪০ দিনের রিমান্ড আবেদন করে পুলিশ।
শুনানি শেষে ঢাকা মহানগর হাকিম শাহরিয়ার মাহমুদ আদনান প্রতিটি মামলায় এক দিন করে চার দিনের রিমান্ড মঞ্জুর করেন।
চলতি বছরের শুরুতে বিএনপির হরতাল-অবরোধ চলাকালে নাশকতার অভিযোগে পল্টন থানায় মামলাগুলো দায়ের করা হয়।
এর আগে, গত ১৮ আগস্ট ঢাকা মহানগর হাকিম আসাদুজ্জামান নূর পল্টন থানার নাশকতার তিন মামলায় পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেন।
১৬ আগস্ট ঢাকা মহানগর হাকিম শাহরিয়ার মাহমুদ আদনান শাহবাগ থানায় দায়ের করা নাশকতার তিন মামলায় রাজীব আহসানকে পাঁচ দিন রিমান্ড মঞ্জুর করেন।
১২ আগস্ট ঢাকা মহানগর হাকিম আলী মাসুদ শেখ পল্টন থানার নাশকতার আট মামলায় রাজীব আহসানকে ১৬ দিনের রিমান্ড দেন।
২৯ জুলাই রাজীব আহসানকে পল্টনের দুটি, মতিঝিলের এক ও শাহবাগের একটিসহ মোট চার মামলায় আট দিনের রিমান্ড দেন আদালত।
গত ১৯ জুলাই রাতে পটুয়াখালীর লেবুখালী ফেরিঘাট থেকে জাতীয়তাবাদী ছাত্রদলের সভাপতি রাজীব আহসানকে আটক করে পুলিশ।