নিজস্ব প্রতিবেদক
জনতার বাণী,
ঢাকা: বিশিষ্ট সাংবাদিক শওকত মাহমুদকে ৮০
দিনের রিমান্ডে চেয়ে আবেদন করেছে পুলিশ।
সোমবার ঢাকা মহানগর হাকিম শাহরিয়ার মাহমুদ
আদনানের আদালতে এ রিমান্ড শুনানি অনুষ্ঠিত
হবে।
শওকত মাহমুদের আইনজীবী অ্যাডভোকেট জয়নুল
আবেদীন মেজবাহ বলেন, রবিবার ঢাকা সিএমএম
আদালতে শওকত মাহমুদের বিরুদ্ধে পল্টনের পাঁচ
মামলা ও মতিঝিলের তিন মামলায় দশ দিন করে
মোট ৮০ দিনের রিমান্ড আবেদন করেছে পুলিশ।
আদালত শুনানির জন্য সোমবার দিন ধার্য করেছে।
চলতি বছরের শুরুর দিকে দিকে বিএনপির হরতাল-
অবরোধ চলাকালে পল্টন ও মতিঝিল থানায় ওই
মামলাগুলো দায়ের করা হয়।
তবে বিএনপি এবং সাংবাদিক নেতারা এসব
মামলাকে সরকারের ষড়যন্ত্র বলে দাবি করেছে।
১৮ আগস্ট রাজধানীর পান্থপথ থেকে শওকত মাহমুদকে
গ্রেপ্তার করে পুলিশ।
রমনা থানায় দায়ের করা একটি মামলায় তাকে তিন
দিনের রিমান্ড দেয় আদালত। রিমান্ড শেষে গত ২২
আগস্ট ঢাকা মহানগর হাকিম ওয়ায়েজ কুরুনী খান
চৌধুরি তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন।
