নিজস্ব প্রতিবেদক
জনতার বাণী,
ঢাকা: সরকারের
উদ্দেশ্যে বিএনপির
আন্তর্জাতিক বিষয়ক
সম্পাদক ড.
আসাদুজ্জামান রিপন
বলেছেন, গণতন্ত্রকে আর
সংকুচিত করার পরিণতি
ভালো হবে না।
রবিবার বিকেলে
নয়াপল্টনে বিএনপির
কেন্দ্রীয় কার্যালয়ে
এক সংবাদ সম্মেলনে
রিপন বলেন, ‘জনগণ তাদের
মৌলিক অধিকার পাচ্ছে
না। আইনের শাসন থেকে
বঞ্চিত। গণতন্ত্রকে আর
সংকুচিত করবেন না।
গণতন্ত্র আরো সংকুচিত
করলে মানুষের ভিন্ন
কোনো পথ খোলা থাকবে
না।’
‘এর পরিণতি ভালো হবে
না’ বলেও হুঁশিয়ারি
দেন তিনি।
‘আমরা বেশি গণতন্ত্র
চাই না’ বলে
স্বাস্থ্যমন্ত্রী
মোহাম্মদ নাসিম যে
বক্তব্য দিয়েছেন তা
সমালোচনা করে রিপন
বলেন, ‘অন্যান্য দেশ
যেভাবে স্বাধীন
হয়েছে বাংলাদেশ
সেভাবে স্বাধীন হয় নাই।
বাংলাদেশের মানুষ
গণতন্ত্রে বিশ্বাস
করে। গণতন্ত্রের
মাধ্যমে নির্বাচিত
প্রতিনিধি চায়।’
সংবাদ সম্মেলনে আরো
উপস্থিত ছিলেন বিএনপির
প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক
কাজী আসাদ, জলবায়ু
বিষয়ক সম্পাদক আফজাল
এইচ খান, বন ও পরিবেশ
বিষয়ক সম্পাদক মো.
শাহজাহান, সহ দপ্তর
সম্পাদক আসাদুল করিম
শাহীন, সহ তথ্য ও গবেষণা
বিষয়ক সম্পাদক হাবিবুর
রহমান হাবিব প্রমুখ।
