নিজস্ব প্রতিনিধি
জনতার বাণী,
সিরাজগঞ্জ: আওয়ামী লীগের
সভাপতিমণ্ডলীর সদস্য এবং
স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম
বলেছেন, তথ্য প্রযুক্তিতে
বাংলাদেশ অনেক এগিয়েছে।
ঘরেই বসেই যুবকরা অর্থ উপার্জন
করে নিজেরা স্বাবলম্বী
হচ্ছে।
তিনি বলেন, দেশ আরো
এগিয়ে যেতো, যদি ৯২ দিন
বিএনপি-জামায়াত জোটের
অপরাজনীতি এবং জ্বালাও-
পোড়াও না হতো।
বুধবার বিকেলে সিরাজগঞ্জের
রায়গঞ্জে সরকারের কম্পিউটার
আউট সোর্সিং কর্মসূচির এক
সনদপত্র প্রদান অনুষ্ঠানে নাসিম
এ কথা বলেন।
তিনি বলেন, প্রধানমন্ত্রী শেখ
হাসিনার দৃঢ় নেতৃত্বেও
কারণেই বাংলাদেশ এখন দক্ষিণ
এশিয়ার মধ্যে শান্তিপূর্ণ দেশ
হিসেবে পরিচিত হয়ে
ওঠেছে।
স্বাস্থ্যমন্ত্রী বলেন, আওয়ামী
লীগ জ্বালাও-পোড়াও
নৈরাজ্য পছন্দ করে না। হত্যা-
ক্যু’র রাজনীতিতে বিশ্বাস করে
না। বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার
নেতৃত্বে জঙ্গী দমন করা
হয়েছে।
আগামী নির্বাচনে বিএনপিকে
অংশ গ্রহণের আহবান জানিয়ে
তিনি বলেন, ‘২০১৯ সালে
সংবিধান অনুযায়ী প্রধানমন্ত্রী
শেখ হাসিনার অধীনে নির্বাচন
অনুষ্ঠিত হবে। সেই নির্বাচনে
আপনারা অংশগ্রহণ করুন। এখন
থেকে আপনারা প্রস্তুতি গ্রহণ
কর্বন।’
রায়গঞ্জ উপজেলা পরিষদ
অডিটোরিয়ামে অনুষ্ঠিত আউট
সোর্সিং প্রতিষ্ঠান বিগ ব্যাং
আয়োজিত এ সনদপত্র বিতরণ
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন
সিরাজগঞ্জের জেলা প্রশাসক
মো. বিল্লাল হোসেন।
অনুষ্ঠানে জেলা আওয়ামী
লীগের সাধারণ সম্পাদক
গোলাম কিবরিয়া, আমজাদ
হোসেন মিলন এমপি, পুলিশ সুপার
মিরাজ উদ্দিন আহমেদ,
উপজেলা নির্বাহী অফিসার
ইকবাল আখতার, উপজেলা
আওয়ামী লীগের সভাপতি
জিন্নাহ আলমাজী প্রমুখ উপস্থিত
ছিলেন। স্বাগত বক্তব্য দেন
প্রতিষ্ঠানের চেয়ারম্যান
সিদ্দিক হোসেন।
পরে তিনি তার নির্বাচনী
এলাকা কাজীপুরে সুইচ টিপে
রোড লাইট বিদ্যুৎ সংযোগের
উদ্বোধন করেন।
