নিউজ ডেস্ক
জনতার বাণী,
শিলং: স্বামী বিএনপির
যুগ্ম-মহাসচিব সালাহ
উদ্দিন আহমেদের সঙ্গে
দেখা করতে শিলংয়ে
পৌঁছেছেন তার স্ত্রী
ও সাবেক এমপি হাসিনা
আহমেদ।
রবিবার রাতে এয়ার
ইন্ডিয়ার একটি
ফ্লাইটে করে কলকাতা
পৌঁছান হাসিনা আহমেদ।
এরপর তিনি কলকাতাতেই
রাত্রিযাপন করেন।
সোমবার সকালে কলকাতা
থেকে একটি বিমানে করে
শিলং এসে পৌঁছান
হাসিনা আহমেদ। তার
সঙ্গে পরিবারের আরো
দুজন সদস্য রয়েছেন।
হাসিনা আহমেদের শিলং
পৌঁছানোর সত্যতা
নিশ্চিত করে টাইমস অব
ইন্ডিয়ার সাংবাদিক
মানস দাস বিবিসি
বাংলাকে
জানিয়েছেন, সকালে
হাসিনা আহমেদ বিমানে
করে শিলং এসেছেন।
এদিকে, শারীরিক অবস্থা
ভালো থাকলে সালাহ
উদ্দিন আহমেদকে আজ
আদালতে হাজির করা হতে
পারে।
এছাড়া মেঘালয় পুলিশ
ইঙ্গিত দিয়েছে,
পরিবারের সদস্যদের
সঙ্গে সালাহ উদ্দিনের
দেখা করতে কোনো
সমস্যা হবে না।
প্রায় দুই মাস ‘নিখোঁজ’
থাকার পর গত ১১ মে
শিলংয়ে সালাহ
উদ্দিন আহমেদের খোঁজ
পাওয়া যায়।
