নিজস্ব প্রতিনিধি
জনতার বাণী,
গাজীপুর: কৃষক শ্রমিক জনতা লিগের সভাপতি বঙ্গবীর কাদের সিদ্দিকী বীর উত্তম বলেছেন, ‘দেশের এমন অবস্থা হবে জানলে কোনো মুক্তিযোদ্ধাই একাত্তরে যুদ্ধ করতেন না’।
শান্তির দাবিতে অবস্থান কর্মসূচির ১৬২তম দিনে গতকাল বিকেলে গাজীপুর সদর উপজেলার নৌলাপাড়ায় ক্যাডেট একাডেমি প্রাঙ্গণে আয়োজিত এক ইফতার মাহফিলে কাদের সিদ্দিকী এ কথা বলেন।
কাদের সিদ্দিকী আরো বলেন, দেশের মানুষের মর্যাদা প্রতিষ্ঠার জন্যই একাত্তরে অস্ত্র হাতে নিয়েছিলাম, জীবন দিতে পারিনি; কিন্তু নিজের শরীরের রক্ত ঝরিয়েছিলাম। তাই দেশের মানুষ যখন কষ্টে থাকে তখন স্থির হয়ে ঘরে বসে থাকতে পারি না।
তিনি দেশে বিদ্যমান পরিস্থিতির উল্লেখ করে বলেন, পাকিস্তানিরা বাঙালিদের ভোটাধিকার মেনে নেয়নি বলেই বঙ্গবন্ধুর আহ্বানে যুদ্ধ করে পাকিস্তানিদের বিতাড়িত করে আমরা দেশ স্বাধীন করেছিলাম।
ইফতার মাহফিলে অন্যান্যের মধ্যে বক্তৃতা করেন কৃষক শ্রমিক জনতা লিগের যুগ্ম-সম্পাদক প্রিন্সিপাল ইকবাল সিদ্দিকী, গাজীপুর জেলা কমিটির সাংগঠনিক সম্পাদক আবদুুর রহমান প্রমুখ।
