নিজস্ব প্রতিবেদক
জনতার বাণী,
ঢাকা: পল্টন ও মতিঝিল থানায় দায়ের করা
নাশকতার তিন মামলায় বিএনপির
ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম
আলমগীরকে দেয়া হাইকোর্টের জামিন
আদেশ বহাল রেখেছে আপিল বিভাগ।
পুলিশ প্রতিবেদন না দেয়া পর্যন্ত এ
জামিন বহাল থাকবে।
রবিবার সকালে প্রধান বিচারপতি এসকে
সিনহার নেতৃত্বে আপিল বিভাগের চার
সদস্যের বেঞ্চ এ আদেশ দেন।
গত বৃহস্পতিবার মামলা তিনটিতে মির্জা
ফখরুলের জামিন স্থগিত চেয়ে রাষ্ট্রপক্ষ
আবেদন করে। উভয়পক্ষের শুনানি শেষে
আদেশের জন্য আজকের দিন ধার্য করেন
প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহার
নেতৃত্বে আপিল বিভাগের চার সদস্যের
বেঞ্চ।
মির্জা ফখরুলের আইনজীবী এ কে এম
এহসানুর রহমান বলেন, এই তিন মামলায়
মির্জা ফখরুলকে হাইকোর্ট অভিযোগপত্র
দেওয়ার আগ পর্যন্ত জামিন দিয়েছিলেন।
আপিল বিভাগ অভিযোগপত্র দেওয়ার
আগ পর্যন্ত জামিনের আদেশ বহাল
রেখেছেন। তবে অভিযোগপত্র দেওয়ার পর
তাকে বিচারিক আদালতে আত্মসমর্পণ
করতে হবে।
নাশকতার অভিযোগে গত বছরের ২৯
ডিসেম্বর ও গত ৬ জানুয়ারি পল্টন থানায়
এবং গত ৪ জানুয়ারি মতিঝিল থানায় এসব
মামলা করে পুলিশ।
গত ১৮ জুন এ তিন মামলায় মির্জা ফখরুল
ইসলাম আলমগীরকে জামিন দেয়
হাইকোর্ট। হাইকোর্টের এ জামিন আদেশ
স্থগিত চেয়ে আবেদন করেছে রাষ্ট্রপক্ষ।
