নিজস্ব প্রতিনিধি
জনতার বাণী,
ফেনী: বঙ্গবন্ধুকে নিয়ে
কটূক্তির মামলায় বিএনপির
সিনিয়র ভাইস চেয়ারম্যান
তারেক রহমানের বিরুদ্ধে
গ্রেপ্তারি পরোয়ানা
জারি করেছে ফেনীর একটি
আদালত।
মঙ্গলবার বিকেলে ফেনীর
সিনিয়র জুডিশিয়াল
ম্যাজিস্ট্রেট আলমগীর
মোহাম্মদ ফারুকী এ আদেশ
দেন।
আদালত সূত্র জানায়, বঙ্গবন্ধু
শেখ মুজিবুর রহমানকে নিয়ে
কটূক্তি করায় ২০১৪ সালের ২৩
ডিসেম্বর ফেনী আদালতে
এক হাজার কোটি টাকার
মানহানির মামলা করেন
অ্যাডভোকেট গাজী তারেক
আজিজ নামে এক ব্যক্তি।
মঙ্গলবার আদালত ওই মামলায় এ
পরোয়ানা জারি করেন।
ফেনী জজ কোর্টের পাবলিক
প্রসিকিউটর (পিপি) হাফেজ
আহাম্মদ এ তথ্য নিশ্চিত করে
বলেন, ২০১৬ সালের ৩১ আগস্ট
মামলার পরবর্তী তারিখ ধার্য
করা হয়েছে।
