জ্যেষ্ঠ প্রতিবেদক :
মিয়ানমারে রোহিঙ্গাদের ওপর নির্যাতন বন্ধ এবং বাংলাদেশে তাদের আশ্রয় দেওয়ার দাবিতে দেশের বিভিন্ন স্থানে বিএনপির মানববন্ধন কর্মসূচিতে পুলিশ ও শাসক দলের নেতাকর্মীরা হামলা করেছে বলে অভিযোগ করেছে বিএনপি।
দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর শুক্রবার এক বিবৃতিতে বলেন, ‘বিভিন্ন জেলায় বিএনপির মানববন্ধন কেন্দ্রীয় কর্মসূচি পালনকালে পুলিশি বাধা, হামলা ও নির্বিচারে গ্রেপ্তার করা হয়। মানববন্ধনে বাধা দিয়ে পুলিশের এই জুলুমের উদ্দেশ্যই হচ্ছে- গণতন্ত্রকামী মানুষের সংগ্রামী চেতনাকে স্তব্ধ করে রাখা।’
এ ঘটনার নিন্দা ও প্রতিবাদ জানিয়ে তিনি বলেন, ‘বর্তমান আওয়ামী জালেম সরকার দেশের গণতান্ত্রিক রীতি-নীতির তোয়াক্কা না করে নির্বিচারে শক্তি প্রয়োগ করে চলেছে। বর্তমান সরকার গণবিরোধী সরকার, তাই সে যেমন নিজের দেশে গণবিরোধী কর্মকাণ্ডে লিপ্ত, ঠিক তেমনি দেশে দেশে আন্তর্জাতিক পরিমণ্ডলেও গণবিরোধী সরকারগুলোর মানবতাবিরোধী কর্মকাণ্ডকে তারা সমর্থন দেয়।’
বিএনপি মহাসচিব বলেন, ‘মিয়ানমারে রোহিঙ্গাদের ওপর পৈশাচিক নির্যাতনে বাংলাদেশে আশ্রয় নিতে আসা অসহায় মানুষগুলোর প্রতি সরকারের অবজ্ঞার মনোভাবই ফুটে উঠেছে।’
মানববন্ধন কর্মসূচিকে কেন্দ্র করে বৃহস্পতিবার রাত থেকে সারাদেশে বিএনপির নেতাকর্মীদের বাসায় বাসায় পুলিশ তল্লাশির নামে তাণ্ডব চালিয়েছে বলেও অভিযোগ করেন মির্জা ফখরুল।
রোহিঙ্গা সংকট সমাধান ও তাদের আশ্রয় দিতে ব্যর্থতা ঢাকতেই সরকার বিএনপির কর্মসূচিগুলোতে হামলা চালিয়েছে বলে অভিযোগ করেন বিএনপির এই মুখপাত্র।