নিজস্ব প্রতিবেদক
জনতার বাণী,
ঢাকা: বিএনপির প্রতিষ্ঠাতা
শহীদ রাষ্ট্রপতি জিয়াউর
রহমান আধুনিক গণতান্ত্রিক
চিন্তাধারার মডেল
হিসেবে আবির্ভূত
হয়েছিলেন বলে মন্তব্য
করেছেন দলটির স্থায়ী
কমিটির সদস্য ড. আবদুল মঈন খান।
তিনি বলেন, ‘জিয়াউর
রহমানের গণতান্ত্রিক ধারা
অনুসরণ করে ভারতের
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি
অগ্রসর হচ্ছেন।’
মঙ্গলবার বিকেলে জাতীয়
প্রেসক্লাবে স্বেচ্ছাসেবক
দল আয়োজিত জিয়াউর
রহমানের ৩৪তম
শাহাদাতবার্ষিকীর
আলোচনায় মঈন খান এ মন্তব্য
করেন।
তিনি বলেন, দক্ষিণ এশিয়ার
দেশগুলোর মধ্যে উন্নয়নের
সুসম্পর্ক গড়ে তোলার যে
চেষ্টা করছেন মোদি, তা
অনেক আগেই শুরু করেছিলেন
জিয়াউর রহমান।
‘রাষ্ট্রের সঙ্গে রাষ্ট্রের
সম্পর্ক নয়, ব্যক্তির সঙ্গে
ব্যক্তির সম্পর্কে বিশ্বাস করি’
নরেন্দ্র মোদির এ মন্তব্যে মঈন
খান বলেন, ‘মানুষে মানুষে
সুসম্পর্ক স্থাপন না হলে
সরকারে সরকারে গড়ে ওঠা
সম্পর্ক স্থায়ী হতে পারে না।
আর এই সত্য জিয়াউর রহমান
অনেক আগেই উপলব্দি
করেছিলেন।’
দেশে কথা বলার স্বাধীনতা
নেই। বর্তমানে দেশে থমথমে
পরিবেশ বিরাজ করছে বলেও
মন্তব্য করেন বিএনপির এই
নেতা।
আয়োজক সংগঠনের ঢাকা
জেলা সভাপতি আব্দুর রহমান
বাবুলের সভাপতিত্বে আরো
বক্তব্য রাখেন- ঢাকা জেলা
বিএনপির সভাপতি এমএ
মান্নান, জাহাঙ্গীরনগর
বিশ্ববিদ্যালয়ের সাবেক
ভিসি ড. খন্দকার মুস্তাহিদুর
রহমান, বিএনপির আইনবিষয়ক
সম্পাদক ব্যারিস্টার জিয়াউর
রহমান প্রমুখ।
