নিজস্ব প্রতিনিধি
জনতার বাণী,
বরিশাল: ভারতের প্রধানমন্ত্রী
নরেন্দ্র মোদির বাংলাদেশ
সফরকে ইতিবাচক বলে মন্তব্য
করেছেন জাতীয় পার্টির
চেয়ারম্যান এইচ এম এরশাদ।
সোমবার সকালে বরিশাল
মহানগর জাতীয় পার্টির দ্বি-
বার্ষিক কাউন্সিল উপলক্ষ্যে
বরিশাল সার্কিট হাউজে
অবস্থানকালে সাংবাদিকদের
বিভিন্ন প্রশ্নের জবাবে তিনি
এসব কথা বলেন।
এরশাদ বলেন, বাংলাদেশ
সম্পর্কে মোদির চিন্তাধারা
অত্যন্ত ইতিবাচক। তিনি (মোদি)
সহযোগিতার হাত
বাড়িয়েছেন। আমরা (ভারত-
বাংলাদেশ) এক সাথে থাকবো,
একসাথে দৌড়াবো।
জাপা চেয়ারম্যান বলেন,
আমাদের ৬০ বছর আগের অনেক
সমস্যা ছিল। স্থল সীমান্ত সমস্যা
ছিল সেটা সমাধান হয়ে
গেছে। এখন তিস্তা চুক্তির কথা
তিনি বলেছেন, এটাও হবে।
আমরা খুবই আশাবাদী যে দুই
দেশের সম্পর্ক আরো ঘনীভূত
হবে, বন্ধুত্বপূর্ণ হবে এবং
সহযোগিতামূলক হবে।এই সফরে
ট্রানজিট দেয়া হয়েছে।
ট্রানজিট পৃথিবীর সব দেশেই
আছে। আগে আমাদের ট্রানজিট
ছিলনা। এতে বৈরিতা কমে
যাবে।
প্রধানমন্ত্রীর বিশেষ দূত বলেন,
জাতীয় পার্টির চেয়ারম্যান
বলেন, ভারত আমাদের
প্রতিবেশি রাষ্ট্র। তাদের
সাথে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক রাখা
আমাদের উচিত। সেই বন্ধুত্বপূর্ণ
সম্পর্কের সূচনা হলো। এটা
বাংলাদেশর জন্য অনেক ভালো
হবে।
এদিকে, দুই পক্ষের পাল্টা-
পাল্টি সম্মেলন আয়োজনের
ফলে টানটান উত্তেজনার মধ্যে
আজ বেলা ১১টা ২৫ মিনিটে
নগরীর সদর রোডের অশ্বিনী
কুমার হলে পৌঁছান জাতীয়
পার্টির চেয়ারম্যান এইচএম
এরশাদ।
সেখানে পতাকা উড়িয়ে
মহানগর জাতীয় পার্টির
সম্মেলনের উদ্ধোধন করেন
এরশাদ। পরে সম্মেলনে প্রধান
অতিথি হিসেবে অংশগ্রহণ
করেন তিনি। সম্মেলনে দলের
মহাসচিব জিয়াউদ্দিন আহমেদ
বাবলু এবং স্থানীয় সরকার
প্রতিমন্ত্রী মশিউর রহমান
রাঙ্গা, প্রেসিডিয়াম সদস্য
গোলাম কিবরিয়া টিপুসহ দলের
কেন্দ্রীয় অনেক নেতা
অংশগ্রহণ করেন।
