নিজস্ব প্রতিবেদক
জনতার বাণী
ঢাকা: দেশে মানবিক
মূল্যবোধের অভাব
রয়েছে জানিয়ে সংসদের
ডেপুটি স্পিকার
অ্যাডভোকেট ফজলে
রাব্বি মিয়া বলেছেন,
মানবিক মূল্যবোধ সৃষ্টি
না হলে বঙ্গবন্ধুর
স্বপ্ন ও প্রধানমন্ত্রী
শেখ হাসিনার সব চেষ্টা
ব্যর্থ হয়ে যাবে।
রবিবার জাতীয়
প্রেসক্লাবের ভিআইপি
লাউঞ্জে ট্রাস্ট মডেল
একাডেমি আয়োজিত
‘সুশিক্ষাই
দুর্নীতিমুক্ত সমাজ
গঠনের একমাত্র সহায়ক’
শীর্ষক জাতীয় সেমিনার ও
বিশেষ সম্মননা প্রদান
অনুষ্ঠানে তিনি এ কথা
বলেন।
ফজলে রাব্বি মিয়া বলেন,
দেশে রেনেসাঁর
প্রয়োজন এবং এ জন্য
প্রধানমন্ত্রীর
নেতৃত্বে সরকারকেই
উদ্যোগ নিতে হবে। তা না
হলে দেশে মূল্যবোধ
সৃষ্টি হবে না।
বঙ্গবন্ধুর স্বপ্ন ব্যর্থ
হবে।
এ সময় শিক্ষকদের প্রতি
আহবান জানিয়ে তিনি
বলেন, ক্লাসে যা পড়াবেন
আগের দিন তা ভালো করে
দেখে নেবেন।
অধ্যাপক আবদুল্লাহ আবু
সাঈদ তার বক্তব্যে বলেন,
সম্পূর্ণ লাগামহীন ভাবে
দেশে অনৈতিকতা চলছে।
কেউ ধরা পড়ে না।
তিনি বলেন, এখন যে শিক্ষক
ঘুষ দিয়ে চাকরি নেয় সে
ক্লাসে গিয়ে কী পড়াবে?
সে তো প্রাইভেট
পড়াবেই, কোচিং করাবেই।
তাই সবার আগে রাষ্ট্রের
নৈতিকতা ঠিক করতে হবে,
তা না হলে হবে না।
অনুষ্ঠানে অধ্যাপক
আবদুল্লাহ আবু সাঈদ,
প্রফেসর ড. আল নকিব
চৌধুরীসহ বিশিষ্ট
শিক্ষকগণকে সম্মাননা
ক্রেস্ট দেওয়া হয়।
বাংলাদেশ ছাত্রকল্যাণ
ট্রাস্টের পরিচালক লে.
কর্নেল (অব.) আবু ওসমান
চৌধুরীর সভাপতিত্বে
সেমিনারে উপস্থিত
ছিলেন— ঢাকা
বিশ্ববিদ্যালয়ের
এমিরেটাস প্রফেসর ড.
আনিসুজ্জামান,
বঙ্গবন্ধু শেখ মুজিব
মেডিকেল
বিশ্ববিদ্যালয়ের সাবেক
ভাইস-চ্যান্সেলর
প্রফেসর ডা. প্রাণ
গোপাল প্রমুখ।
