Home > রাজনীতি > সাধারণ সম্পাদক থাকছেন সৈয়দ আশরাফ: মুহিত

সাধারণ সম্পাদক থাকছেন সৈয়দ আশরাফ: মুহিত

নিজস্ব প্রতিবেদক
জনতার বাণী,
ঢাকা: দপ্তরবিহীন মন্ত্রী
সৈয়দ আশরাফুল ইসলামকে
‘দলে জনপ্রিয়’ দাবি করে
অর্থমন্ত্রী আবুল মাল আবদুল
মুহিত জানিয়েছেন,
আওয়ামী লীগের সাধারণ
সম্পাদক পদে তিনি বহাল
থাকছেন।
বৃহস্পতিবার দুপুরে সচিবালয়ে
এক বৈঠক শেষে
সাংবাদিকদের বিভিন্ন
প্রশ্নের জবাবে তিনি এ কথা
জানান।
সাধারণ সম্পাদক পদ থেকে
সৈয়দ আশরাফকে সরিয়ে
দেয়ার গুঞ্জন প্রসঙ্গে মুহিত
বলেন, ‘এর কোনো পরিবর্তন
হচ্ছে না। তিনি দলে খুবই
জনপ্রিয়। তার বিরুদ্ধে কোনো
অভিযোগ নেই। এটি তার বড়
গুণ।’
সৈয়দ আশরাফ উপপ্রধানমন্ত্রী
হচ্ছেন কিনা-
সাংবাদিকদের এমন প্রশ্নে
তিনি বলেন, ‘আমি জানি
না। তিনি দলের সাধারণ
সম্পাদক হিসেবে দায়িত্ব
পালন করছেন। এটা পরিবর্তন
হচ্ছে না। এটা গুরুত্বপূর্ণ।’
তার বাসায় অর্থমন্ত্রীর
যাওয়ার ব্যাপারে
সাংবাদিকরা জানতে
চাইলে তিনি বলেন,
‘আশরাফের বাসা তার
বাসার পাশেই। প্রায়ই তিনি
সেখানে যান। সেদিন
বাসায় যাওয়ার সময় সৈয়দ
আশরাফ ঘুমিয়ে ছিলেন। ঘুম
থেকে উঠে এসে দেখা
করেন।’
গত ৭ জুলাই জাতীয়
অর্থনৈতিক পরিষদের
নির্বাহী কমিটির (একনেক)
সভায় অনুপস্থিত থাকায়
স্থানীয় সরকারমন্ত্রী সৈয়দ
আশরাফুল ইসলামকে দায়িত্ব
থেকে সরিয়ে দেওয়ার গুঞ্জন
উঠে।
এরপর ৯ জুলাই মন্ত্রিপরিষদ
বিভাগ থেকে জানানো হয়,
সৈয়দ আশরাফুল ইসলামকে
স্থানীয় সরকার, পল্লি উন্নয়ন
(এলজিআরডি) ও সমবায়
মন্ত্রণালয় থেকে অব্যাহতি
দিয়ে দপ্তরবিহীন মন্ত্রী করা
হয়েছে। এলজিআরডি মন্ত্রী
করা হয়েছে খন্দকার
মোশাররফ হোসেনকে।

আপনার ওয়েবসাইট তৈরি করতে ক্লিক করুন........
Ads by জনতার বাণী
শিরোনামঃ