Home > রাজনীতি > জিয়ার মৃত্যুবার্ষিকীর আলোচনা সভায় খালেদা

জিয়ার মৃত্যুবার্ষিকীর আলোচনা সভায় খালেদা

নিজস্ব প্রতিবেদক
জনতার বাণী,
ঢাকা: প্রয়াত রাষ্ট্রপতি
জিয়াউর রহমানের ৩৪তম
মৃত্যুবার্ষিকী উপলক্ষে
আয়োজিত আলোচনা সভায়
যোগ দিয়েছেন বিএনপি
চেয়ারপারসন খালেদা
জিয়া।
বৃহস্পতিবার বিকেল ৪টা ২৫
মিনিটে সভাস্থল
রাজধানীর ইঞ্জিনিয়ার্স
ইনস্টিটিউশন মিলনায়তনে
পৌঁছান তিনি।
এর আগে আলোচনা সভায়
যোগ দিতে বেলা সাড়ে
৩টায় গুলশানের বাসা
থেকে রওনা হন খালেদা
জিয়া।
বিএনপির ভাইস
চেয়ারম্যান আব্দুল্লাহ আল
নোমানের সভাপতিত্বে
সভায় অন্যদের মধ্যে
উপস্থিত রয়েছেন- বিকল্প
ধারা বাংলাদেশের
সভাপতি ও সাবেক
রাষ্ট্রপতি ডা. একিউ এম
বদরুদ্দোজা চৌধুরী,
বিএনপির স্থায়ী কমিটির
সদস্য ব্যারিস্টার মওদুদ আহমদ,
আ স ম হান্নান শাহ,
গণস্বাস্থ্য কেন্দ্রের ডা.
জাফরুল্লাহ চৌধুরী, কল্যাণ
পার্টির চেয়ারম্যান মেজর
জেনারেল (অব.) সৈয়দ
মুহাম্মদ ইবরাহিম বীরপ্রতীক,
ইসলামী ঐক্যজোটের
চেয়ারম্যান আবদুল লতিফ
নেজামী, খালেদা
জিয়ার উপদেষ্টা শওকত
মাহমুদ, জাহাঙ্গীরনগর
বিশ্ববিদ্যালয়ের সাবেক
ভিসি মোস্তাফিজুর রহমান
প্রমুখ।

আপনার ওয়েবসাইট তৈরি করতে ক্লিক করুন........
Ads by জনতার বাণী
শিরোনামঃ