Home > রাজনীতি > আটকে গেল মির্জা ফখরুলের মুক্তি

আটকে গেল মির্জা ফখরুলের মুক্তি

নিজস্ব প্রতিবেদক
জনতার বাণী,
ঢাকা: রাজধানীর পল্টন
থানায় পুলিশের দায়ের করা
তিন মামলায় বিএনপির
ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা
ফখরুল ইসলাম আলমগীরকে
হাইকোর্টের দেওয়া জামিন
স্থগিত চেয়ে রাষ্ট্রপক্ষের
করা আবেদনের ওপর আগামী ২
জুলাই শুনানি অনুষ্ঠিত হবে।
আপিল বিভাগের নিয়মিত
বেঞ্চে এ শুনানি অনুষ্ঠিত
হবে বলে সোমবার দুপুরে
সুপ্রিম কোর্টের আপিল
বিভাগের চেম্বার
বিচারপতি হাসান ফয়েজ
সিদ্দিকী আদেশ দেন।
এর আগে মির্জা ফখরুল ইসলাম
আলমগীরকে হাইকোর্টের
দেওয়া জামিন স্থগিত চেয়ে
আবেদন করে রাষ্ট্রপক্ষ।
২১ জুন বিচারপতি মো.
রোজাউল হক ও বিচারপতি
মো. খসরুজ্জামানের সমন্বয়ে
গঠিত হাইকোর্ট বেঞ্চ ফখরুল
ইসলাম আলমগীরকে তিন
মামলায় জামিন দেয়।
নাশকতার অভিযোগে
জানুয়ারির ৪ ও ৬ তারিখে
পল্টন থানায় মামলা তিনটি
দায়ের করে পুলিশ।
এদিকে, রবিবার পল্টনের দুটি
এবং মতিঝিলের এক মামলায়
ফখরুলের জামিন বহাল
রেখেছিল আপিল বিভাগ।
ফলে জামিনে তার মুক্তির
সম্ভাবনা দেখা দিয়েছিল।
কিন্তু সোমবার ওই তিন
মামলায় জামিন স্থগিতের
আবেদন করায় আপাতত মির্জা
ফখরুল মুক্তি পাচ্ছেন না।

আপনার ওয়েবসাইট তৈরি করতে ক্লিক করুন........
Ads by জনতার বাণী
শিরোনামঃ