Home > বিশ্বজুড়ে বাংলাদেশ > অশান্তির দাবানলে জ্বলছে বিশ্ব: মসজিদে নববীর খতিব

অশান্তির দাবানলে জ্বলছে বিশ্ব: মসজিদে নববীর খতিব

নিউজ ডেস্ক
জনতার বাণী,
মদিনা: সৌদি আরবের
শীর্ষ আলেম ও মসজিদে
নববীর খতিব শাইখ ড. আলী
আবদুর রহমান হোযাইফী
বলেছেন, ‘অশান্তির
দাবানলে আজ জ্বলছে
গোটা বিশ্ব। সবাই শান্তি
ও সফলতার আলোকিত পথ
অনুসন্ধান করছে।’
তিনি বলেন, ‘ইসলামেই
রয়েছে বিশ্বমানবতার
মুক্তি ও সফলতা। ইসলামের
নিষ্কলুষ অনুসরণ ছাড়া
মানবতার শান্তি আসতে
পারে না।’
সৌদি আরবের মদিনা
সফররত বাংলাদেশের
একটি প্রতিনিধি দলের
সঙ্গে মতবিনিময়ে রবিবার
মসজিদে নববীর খতিব এসব
কথা বলেন।
সৌদি সরকারের আমন্ত্রণে
বাংলাদেশের এই
প্রতিনিধি দলটি সৌদি
আরব সফর করছেন। এই
প্রতিনিধি দলে রয়েছেন-
বিচারপতি এস এম নজরুল
ইসলাম, ঢাকা
বিশ্ববিদ্যালয়ের প্রো-
ভিসি শহীদ আখতার
হোসাইন, ঢাকা
মেট্রোপলিটন পুলিশ
কমিশনার এম.
আছাদুজ্জামান মিয়া,
বিশিষ্ট অর্থনীতিবিদ
অধ্যাপক ড. মাহবুব উল্লাহ,
বিশিষ্ট সাংবাদিক
মাহফুজ উল্লাহ, চ্যানেল
আইয়ের পরিচালক
জহিরুদ্দিন মামুন, এক্সিম
ব্যাংকের ব্যবস্থাপনা
পরিচালক (এমডি) হায়দার
আলী, অধ্যাপক আবদুল মাবুদ,
অধ্যাপক কুরবান আলী, টিভি
উপস্থাপক গাজী মোহাম্মদ
সানা উল্লাহ প্রমুখ।
প্রতিনিধি দলের সদস্য
গাজী মোহাম্মদ সানা
উল্লাহ জানিয়েছেন,
সৌদি সরকারের বিশেষ
আমন্ত্রণে বাংলাদেশের
বিশিষ্ট ৫০ জন ব্যক্তিত্ব
সৌদি আরব সফর করছেন।

আপনার ওয়েবসাইট তৈরি করতে ক্লিক করুন........
Ads by জনতার বাণী
শিরোনামঃ