ওয়ার্ল্ড টি-টোয়েন্টির চূড়ান্ত পর্বের
প্রথম ম্যাচে ভারতকে ৪৭ রানে
হারিয়েছে নিউজিল্যান্ড।
নাগপুরে টস জিতে ব্যাট করতে নেমে
১২৭ রানের টার্গেট দেয়
নিউজিল্যান্ড। ৩৫ রানে মার্টিন
গাপটিল, কলিন মানরো ও কেন
উইলিয়ামসনের উইকেট হারায়
ব্ল্যাকক্যাপরা। চাপে থাকা দলের
হাল ধরার চেষ্টা করেন অভিজ্ঞ রস
টেলর ও কোরি অ্যান্ডারসন।
তবে ১০ করে রান আউট হয়ে ফেরেন
টেলর। এতে ৬১ রানে চার উইকেট
হারায় নিউজিল্যান্ড। ৩৪ রান করে
অ্যান্ডারসন ফিরলে লড়াকু সংগ্রহের
আশা শেষ হয় তাদের । ভারতের
নিয়ন্ত্রিত বোলিংয়ে সাত উইকেটে
১২৬ রান তোলে নিউজিল্যান্ড।

New Zealand's Corey Anderson plays a shot against India during the ICC World Twenty20 2016 cricket match at the Vidarbha Cricket Association stadium in Nagpur, India,Tuesday, March 15, 2016. (AP Photo/Saurabh Das)