টি২০ ক্রিকেটের সবচেয়ে বড় বিজ্ঞাপন বলা হয় ওয়েস্ট ইন্ডিজের মারকুটে ওপেনার ক্রিস্টোফার হেনরি গেইলকে। সংক্ষিপ্ত ফরম্যাটের ক্রিকেটে বিশ্বের যে কোনো আসরেই খেলে থাকেন ক্যারিবীয় এই ব্যাটিং দানব। বরিশাল বুলসের হয়ে খেলতে আগামী শুক্রবার ঢাকায় আসছেন গেইল। দলটির কর্মকর্তারা এ বিষয়টি নিশ্চিত করেছেন। বিকেল চারটায় ঢাকায় নামার কথা রয়েছে ক্যারিবীয় এই বাঁহাতি ওপেনারের।সেমিফাইনালের আগে বরিশালের হয়ে সব ম্যাচইখেলবেন তিনি। এমনকি বরিশাল বুলস সেরা চারে উঠলে বাকি ম্যাচগুলোও খেলবেন গেইল। বিপিএলের প্রথম সেঞ্চুরিয়ান তিনি। প্রথম আসরে বরিশালের হয়েই সেঞ্চুরি করেছিলেন তিনি। টুর্নামেন্টে সর্বোচ্চ তিনটি সেঞ্চুরি রয়েছে তারই। বিপিএলে ছয় ম্যাচে ১০০.৫০ গড়ে ৪০২ রান করেছিলেন গেইল। যেখানে আছে সর্বোচ্চ ৩৮টি ছক্কা।আগের আসরগুলোর মতো এবারো গেইলের ব্যাটিং জাদু দেখার অপেক্ষায় আছেন ক্রিকেটপ্রেমীরা। খোদ গেইলও মুখিয়ে আছেন বিপিএলের মঞ্চে আরেকবার সেঞ্চুরি করতে। বুধবারই বরিশালের হয়ে সেঞ্চুরি করেছিলেন ক্যারিবীয় তরুণ ওপেনার এভিন লুইস। গেইল আসলে দুই উইন্ডিজ ওপেনার মাতাবেন বিপিএল এমনটাই আশা বরিশাল বুলসের কর্মকর্তাদের।বরিশাল বুলসও বেশ ছন্দে রয়েছে। ছয় ম্যাচের মধ্যে পাঁচটিতে পেয়েছে তারা জয়। এমন দলের সঙ্গে গেইল যোগ হলে কী হবে, তা সহজেই অনুমেয়। গেইলের জন্য তাই বরিশাল ভক্তদের তর যেন আর সইছে না।
