বিএনপি নেতা সাভারের সাবেক সাংসদ দেওয়ান মো. সালাহউদ্দিন বাবুকে ঢাকা থেকে গ্রেপ্তার করেছে পুলিশ।
ঢাকা প্রতিনিধি: সাভার থানার ওসি মো. কামরুজ্জামান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, রোববার ভোরের দিকে রাজধানীর পরীবাগের একটি বাসা থেকে বাবুকে গ্রেপ্তার করা হয়।
“তার বিরুদ্ধে নাশকতা ও গাড়ি ভাংচুরের একাধিক মামলা রয়েছে। এসব মামলায় তাকে খোঁজা হচ্ছিল,” বলেন ওসি।
শাহবাগ থানার ওসি আবু বকর সিদ্দিক বলেন, সাভার পুলিশের সদস্যরাই সালাহউদ্দিন বাবুকে গ্রেপ্তারে এ অভিযান চালায়।
২০১৪ সালের ৫ জানুয়ারির নির্বাচনের আগে বিএনপি জোটের হরতালের মধ্যে সাভারে একটি বাসে পেট্রোল বোমা ছোড়া হলে তিনজন দগ্ধ হন। পরে তাদের মধ্যে রতন কুমার দাশ (৫০) নামের এক প্রকৌশলী হাসপাতালে মারা যান।
ওই ঘটনায় সাভার মডেল থানায় পুলিশের দায়ের করা মামলায় ঢাকা জেলা বিএনপির সহ-সভাপতি সালাহউদ্দিন বাবুকে প্রধান আসামি করা হয়। এছাড়া ওই সময় নাশকতার বিভিন্ন ঘটনায় দায়ের হওয়া মামলাতেও তার নাম রয়েছে।